শিরোনাম
সুনামগঞ্জ, ২৭ মে, ২০২৫ (বাসস) : জেলার সদর উপজেলার ওয়েজখালি এলাকায় অভিযান চালিয়ে একটি পিকআপসহ ১ হাজার ৩৪ পিস ভারতীয় শাড়ী জব্দ করেছে টাস্কফোর্স। যার আনুমানিক মূল্য ১ কোটি ১১লাখ ৬৪ হাজার টাকা।
সোমবার সুনামগঞ্জ ব্যাটালিয়ন সদরের দক্ষিণ-পশ্চিম পার্শ্বে ওয়েজখালী ব্রিজ এলাকা থেকে একটি পিকআপসহ এসব ভারতীয় শাড়ী জব্দ করা হয়।
সুনামগঞ্জ ২৮ বিজিবি সূত্রে জানা গেছে, সুনামগঞ্জ ব্যাটালিয়ন সদরের দক্ষিণ-পশ্চিম পার্শ্বে ওয়েজখালী ব্রিজ এলাকায় জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারি কমিশনার মেহেদী হাসান হৃদয়ের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি পিকআপসহ ১ হাজার ৩৪ পিস ভারতীয় শাড়ী জব্দ করে বিজিবি।
আটককৃত পিকআপের আনুমানিক মূল্য ১৫ লাখ এবং জব্দকৃত ভারতীয় শাড়ীর অনুমানিক মূল্য ৯৬ লাখ ৬৪ হাজার টাকা।
অভিযানে সুনামগঞ্জ ২৮ বিজিবির সহকারী পরিচালক মো. রফিকুল ইসলাম, ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টারসহ ৯ জন বিজিবি সদস্য অংশগ্রহণ করেন।
সুনামগঞ্জ-২৮ বিজিবি’র অধিনায়ক এ কে এম জাকারিয়া কাদির বিষয়টি নিশ্চিত করে বাসসকে জানান, সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী ঈদকে সামনে রেখে চোরাচালানী তৎপরতা বন্ধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা নজরদারী অব্যাহত রয়েছে।