শিরোনাম
রাজশাহী, ২৬ মে, ২০২৫ (বাসস) : রাজশাহী মহানগরীতে ট্রাকের ধাক্কায় ট্রাক হেলপার সুমন (২৬) নিহত এবং দুই ট্রাক চালক আহত হয়েছেন। নিহত হেলপার সুমন ময়মনসিংহ জেলার হালুয়াঘাটের জামাল উদ্দিনের ছেলে।
গত রাত সাড়ে ৩টার দিকে রাজশাহী মহানগরীর অদূরে খিরসিন টিকর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় আহত জসিমকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত অপর ট্রাক চালকের নাম জানা যায়নি।
আরএমপির শাহমখদুম থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুমা মোস্তারিন বাসসকে জানান, রোববার রাত পৌনে ১২টার দিকে রাজশাহীর কাশিয়াডাঙ্গার দিক থেকে সিটি হাটের দিকে একটি মাল বোঝাই ট্রাক যাচ্ছিলো। ওই ট্রাকের সামনে আরেকটি ট্রাক ছিল। সামনের ট্রাকটি হঠাৎ ব্রেক ধরলে পেছনের ট্রাকটি সামনের ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে ট্রাকটির সামনের অংশ ভেঙ্গে গিয়ে ট্রাক চালক গুরুতর আহত হন। তবে সামনের ট্রাকটি নিরাপদে চলে যায়। খবর পেয়ে শাহমখদুম থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ করছিল।
রাত সাড়ে ৩টার দিকে কাশিয়াডাঙ্গার দিক থেকে নওদাপাড়ার দিকে যাওয়ার সময় একটি ট্রাক দুর্ঘটনা কবলিত ট্রাকটিকে পেছন থেকে ধাক্কা দিলে ট্রাকের হেলপার সুমনের মাথা বিচ্ছিন্ন হয়ে তিনি ঘটনাস্থলেই নিহত হন ও ট্রাক চালক আহত হন। পুলিশ প্রায় ২ ঘণ্টা পর লাশটি দুমড়ে-মুচড়ে যাওয়া ট্রাক থেকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।