বাসস
  ২৪ মে ২০২৫, ২০:০৭

বেরোবি দুর্যোগ ব্যবস্থাপনা ই-লার্নিং সেন্টারের নতুন পরিচালক জাকিউর রহমান

বেরোবি দুর্যোগ ব্যবস্থাপনা ই-লার্নিং সেন্টারের নতুন পরিচালক জাকিউর রহমান। ছবি: বাসস

রংপুর, ২৪ মে, ২০২৫ (বাসস): রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা ই-লার্নিং সেন্টারের নতুন পরিচালক হিসেবে ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. জাকিউর রহমান দায়িত্ব পেয়েছেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলীর অনুমোদনক্রমে রেজিস্ট্রার ড. মো. হারুন অর-রশিদ স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে এই পদে দায়িত্ব প্রদান করা হয়। 

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই নিয়োগ আদেশ আজ থেকে কার্যকর হবে।