বাসস
  ২৪ মে ২০২৫, ১৮:১৮

শেরপুরে টিসিবি’র পণ্য বিক্রি শুরু

শেরপুরে টিসিবি’র পণ্য বিক্রি শুরু। ছবি : বাসস

শেরপুর, ২৪ মে ২০২৫ (বাসস): আসন্ন ঈদুল আযহা উপলক্ষে জেলায় টিসিবি’র পণ্য বিক্রি শুরু হয়েছে। 

প্রতিদিন সকাল ৯ টা থেকে ১১ টা পর্যন্ত শেরপুর পৌর শহরের ৯ টি ওয়ার্ডের ১০ টি পয়েন্টে ট্রাকে করে বিক্রি হচ্ছে এসব টিসিবি পণ্য। এসব পণ্যের মধ্যে রয়েছে ১ কেজি চিনি, ১ কেজি ডাল এবং ২ লিটার তেল। প্রতিটি প্যাকেজ মূল্য ৫১৫ টাকা।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, শুক্রবার থেকে শুরু হওয়া টিসিবি’র পণ্য বিক্রি চলবে আগামী ৩ জুন পর্যন্ত। প্রতিদিন প্রতিটি ট্রাকে ৪শ’ পরিবারের জন্য টিসিবি পণ্য বিক্রি করা হচ্ছে। পাশাপাশি এসব টিসিবি পণ্য ক্রয় করতে কোন কার্ডের প্রয়োজন হবেনা, যেকেউ ক্রয় করতে পারবেন।

এ বিষয়ে শেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক হাফিজা জেসমিন জানান, মোট ১৩ দিন টিসিবি’র পণ্য বিক্রি করা হবে। পণ্য বিক্রির সময় অনিয়ম এবং বিশৃঙ্খলা ঠেকাতে প্রতিটি স্পটে একজন করে ট্যাগ অফিসার নিয়োগ দেওয়া হয়েছে।