শিরোনাম
চট্টগ্রাম, ২৩ মে, ২০২৫ (বাসস) : চট্টগ্রামের আনোয়ারায় সরকার বিরোধী কর্মকাণ্ডে অংশগ্রহণ এবং নাশকতামূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে নিষিদ্ধ ঘোষিত সংগঠন শ্রমিক লীগ নেতা আবুল বশর খানকে (৫৮) গ্রেফতার করেছে পুলিশ।
তিনি আনোয়ারা উপজেলা শ্রমিক লীগের সহ-সভাপতি ও সিইউএফএল (চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড) এর শ্রমিক নেতা ছিলেন।
শুক্রবার (২৩ মে) আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার রাঙাদিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেফতার আবুল বশর খান উপজেলার বারশত ইউনিয়নের গোবাদিয়া গ্রামের মৃত হামিদ আলীর ছেলে।
ওসি মো. মনির হোসেন বলেন, বিএনপি’র মিছিলে হামলার মামলা এবং নাশকতামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণের সন্দেহভাজন আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত শ্রমিক লীগ নেতাকে আদালতে সোপর্দ করা হয়েছে।