বাসস
  ২১ মে ২০২৫, ১৯:৪৫

রংপুরে  জুলাই বিপ্লবে শহীদ পরিবারের মাঝে চেক বিতরণ

ছবি : বাসস

রংপুর, ২১ মে, ২০২৫ ( বাসস) : ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে রংপুর জেলার শহিদ পরিবারের মাঝে এককালীন অনুদানের চেক বিতরণ করা হয়েছে।  

আজ বুধবার সকাল সাড়ে ৯টায় রংপুর সার্কিট হাউজ সম্মেলন কক্ষে শহিদ পরিবারের সদস্যদের কাছে অনুদানের চেক হস্তান্তর করেন রংপুর বিভাগীয় কমিশনার মো. শহিদুল ইসলাম।  

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ও জেলা পরিষদের প্রশাসক মো. আব্দুল মোতালেব সরকার ও জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সাল।  

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মামুন অর রসিদ।