শিরোনাম
কুমিল্লা, ২১ মে, ২০২৫ (বাসস) : কুমিল্লার সীমান্ত এলাকা থেকে ৮৫ লাখ ৬৬ হাজার টাকার ভারতীয় বিভিন্ন প্রকার অবৈধ আতশ বাজি আটক করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)।
আজ বুধবার কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ এ তথ্য নিশ্চিত করেছেন।
বিজিবি সূত্র জানায়, কুমিল্লা জেলার সদর দক্ষিণ ও চৌদ্দগ্রাম উপজেলার শিবের বাজার বিওপি ও কটক বাজার পোস্টের বিশেষ টহল দল সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে।
বুধবার দুপুরে পরিচালিত অভিযানে সীমান্তের শূন্য লাইন থেকে প্রায় চার কিলোমিটারের মধ্যে বিজিবি টহল দল পরিত্যক্ত অবস্থায় ৪ লাখ ২৮ হাজার ৩৪৪টি ভারতীয় অবৈধ বিভিন্ন প্রকার বাজি আটক করে।
যার মূল্য ৮৫ লাখ ৬৬হাজার ৮৮০ টাকা।
১০ বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ বলেন, কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) নিজস্ব দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধসহ আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে থাকে।
এরই ধারাবাহিকতায় এ অভিযানে পরিচালনা করে এসব মালামাল আটক করা হয়।
জব্দকৃত মালামাল বিধি মোতাবেক কাস্টমস এ জমা করা হবে।