শিরোনাম
ফেনী, ২১ মে, ২০২৫ (বাসস):জেলায় চব্বিশের গণঅভ্যুত্থানে আহত সি ক্যাটাগরির ৩৪৩ জন আহতদের আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
আজ বুধবার সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক সাইফুল ইসলাম চেক বিতরণ করেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইসমাইল হোসেনের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা সিভিল সার্জন ডা. রুবাইয়েত বিন করিম, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক সাইফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফাতিমা সুলতানা,,অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী। আহতদের মধ্যে বক্তব্য রাখেন চ্যানেল ২৪ প্রতিনিধি দিলদার হোসেন স্বপন ও সোনাগাজীর আব্দুর রহমান।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইসমাইল হোসেন বাসস কে জানান, সি ক্যাটাগরির জুলাই যোদ্ধা ৩৪৩ জনের মাঝে ১লাখ করে ৩ কোটি ৪৩ লাখ টাকার চেক বিতরণ করা হয়।