শিরোনাম
সাভার, ২০ মে, ২০২৫ (বাসস) : যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, বাংলাদেশের প্রত্যেকটি ঐতিহাসিক পটপরিবর্তন এবং জনগণকে আশা দেখানোর সাথে এ দেশে তরুণদের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। যার বাস্তব উদাহরণ জুলাই গণ-অভ্যুত্থান। তরুণরাই নতুন বাংলাদেশ গড়ার মূল চালিকাশক্তি।
যুব সম্প্রদায়ের জন্য সরকার গৃহীত ও গৃহীতব্য কার্যক্রম সম্পর্কে অবহিতকরণের লক্ষ্যে নতুন আঙ্গিকে ৭০০ জন যুব ও যুবতীর অংশগ্রহণে আজ মঙ্গলবার সাভারের জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে দিনব্যাপী ‘যুব সমাবেশ ২০২৫’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এ সময় উপদেষ্টা বলেন, বাংলাদেশের তরুণদের বড় অংশকে সত্যিকারার্থে কাজে লাগিয়ে দেশের সাফল্য অর্জন সম্ভব বলে আমরা বিশ্বাস করি। তাই জুলাই অভ্যুত্থানে যেভাবে সবার সক্রিয় অংশগ্রহণ ছিল, দেশের অর্থনৈতিক উন্নয়নেও সবাইকে সেভাবে এগিয়ে আসতে হবে।
তিনি বলেন, ‘সরকার তরুণদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। আমরা বিশ্বাস করি এই আকাঙ্ক্ষা বাস্তবায়নের পথে তরুণরাই সবচেয়ে বেশি ভূমিকা পালন করবে। সে জায়গায় পলিসি লেভেল থেকে শুরু করে সকল কার্যক্রমে তরুণদের সম্পৃক্ত করা হচ্ছে। যুব উন্নয়ন ইনস্টিটিউটের প্রশিক্ষণ কেন্দ্রগুলোকে আরো যুগোপযোগী করে তোলা এবং বর্তমান বিশ্বের সাথে তাল মিলিয়ে নিজেদেরকে প্রস্তুত করার মত ট্রেনিং মডিউল প্রস্তুত করা হচ্ছে। এআই প্রযুক্তি নির্ভর নতুন নতুন প্রকল্প হাতে নেওয়ার নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন, যুব উন্নয়ন নীতিমালা পর্যালোচনার কাজে হাত দেয়া হয়েছে। এই নীতিমালাকে সময়োপযোগী করতে কাজ করা হচ্ছে এবং কর্মসংস্থানমুখী প্রশিক্ষণের দিকে মনোনিবেশ করা হয়েছে। নতুন উদ্যোক্তা তৈরিতে যেকোনো ধরনের পলিসি সহযোগিতা, ঋণ সহায়তা কিংবা প্রণোদনা প্রদানে মন্ত্রণালয় সচেষ্ট আছে।
জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটের মহাপরিচালক বশিরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম, যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক গাজী মো. সাইফুজ্জামান, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের যুগ্মসচিব কাজী মোশতাক জহির।