শিরোনাম
পটুয়াখালী, ২০ মে ২০২৫ (বাসস): জেলায় আজ পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ‘ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল’ (আইকিউএসি)-এর আয়োজনে ‘উচ্চশিক্ষায় স্বীকৃতি অর্জনে অনুপ্রেরণামূলক কর্মশালা’ অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ৯ টায় বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ সম্মেলন কক্ষে আয়োজিত এ কর্মশালায় প্রধান অতিথি ছিলেন পবিপ্রবি-এর উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম।
কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন উপ- উপাচার্য অধ্যঅপক ড. এস.এম. হেমায়েত জাহান। সভাপতিত্ব করেন আইকিউএসি -এর পরিচালক ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. ইকতিয়ার উদ্দিন।
কর্মশালায় উদ্বোধনী বক্তব্য দেন আইকিউএসি এর অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মো. আবদুল মাসুদ। মুখ্য আলোচক ছিলেন প্রফেসর ড. মো. নুর নবী।
কর্মশালায় দুইটি পৃথক সেশন অনুষ্ঠিত হয়। প্রথম সেশনের আলোচক ছিলেন সিএসই অনুষদের অধ্যাপক ড. মো. আবদুল মাসুদ এবং দ্বিতীয় সেশনের আলোচক ছিলেন বিশ্ববিদ্যালয়ের রিসার্চ এন্ড ট্রেনিং সেন্টার-এর পরিচালক অধ্যাপক ড. মো. মামুন-উর-রশিদ।
অনুষ্ঠানের প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়ের মানোন্নয়ন ও আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনে স্বচ্ছতা, মান নির্ধারণ ও দক্ষতা বৃদ্ধির বিকল্প নেই। বিশ্বের দরবারে আমাদের বিশ্ববিদ্যালয়কে তুলে ধরতে হলে পরিকল্পিত পদক্ষেপ ও সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন।
দিনব্যাপী এ কর্মশালায় অংশগ্রহণকারীরা উচ্চশিক্ষায় স্বীকৃতি অর্জনের প্রক্রিয়া, মানোন্নয়ন কৌশল এবং আন্তর্জাতিক মানদণ্ড অর্জনে করণীয় বিষয়ে দিকনির্দেশনা লাভ করেন।