শিরোনাম
ভোলা, ১৯ মে ২০২৫ (বাসস): জেলায় আজ জনগণের মতামত, সমস্যা ও নিরাপত্তাসহ মানুষের দ্বারপ্রান্তে পুলিশি সেবা পৌঁছে দিতে ভোলা সদর মডেল থানার আয়োজনে ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোলা সদর মডেল থানায় এই ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়।
সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদাৎ মো. হাচনাইন পারভেজ-এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভোলার পুলিশ সুপার মোহাম্মদ শরিফুল হক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভোলা সদর উপজেলার বিএনপি'র সদস্য সচিব মো. আসিফ আলতাফ।
অনুষ্ঠানে পুলিশ সুপার মোহাম্মদ শরিফুল হক বলেন, চুরি, ডাকাতি, ছিনতাই, মাদকবিরোধী, সন্ত্রাস, যৌতুক, ইভটিজিং, কিশোরগ্যাং, নারী নির্যাতন, বাল্যবিবাহ, চাঁদাবাজি, জঙ্গিবাদমুক্ত সমাজ গড়তে এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি সর্বসাধারণকে ইতিবাচক ভূমিকা রাখতে হবে।
তিনি বলেন, পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করে সঠিক সেবা গ্রহণ করুন। যারা পুলিশকে ভুল তথ্য দিয়ে হয়রানি করবে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হবে। মাদকের সঙ্গে কোনো আপস নেই। মাদক কারবারি ও সেবনকারীদের তথ্য দেয়ার জন্য তিনি আহ্বান জানান।
এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তি-সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ তাদের মতামত তুলে ধরেন।