শিরোনাম
মুন্সীগঞ্জ, ১৯ মে ২০২৫ (বাসস) : জেলার লৌহজং উপজেলায় আজ নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম প্রস্তুতের দায়ে একটি আইসক্রিম ফ্যাক্টরিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ সোমবার দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত লৌহজং উপজেলার কনকসার এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানকালে এ জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ।
সহযোগিতা করেন লৌহজং উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. নাজমুল ইসলাম।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জেলা কার্যালয় সূত্রে জানা যায়, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম প্রস্তুত করায় জেলার লৌহজং উপজেলার কনকসার এলাকায় একতা আইসক্রিম ফ্যাক্টরিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।