শিরোনাম
ঢাকা, ১৯ মে, ২০২৫(বাসস): রাজধানীতে ঝটিকা মিছিল বিরোধী অভিযানে আওয়ামী লীগ ও এর বিভিন্ন সংগঠনের ১৬ জন গ্রেফতার।
আজ ও গতকাল নগরীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে ডিএমপি’র গোয়েন্দা বিভাগ (ডিবি)।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়।
গ্রেফতারকৃতরা হলেন- নারায়ণগঞ্জ জেলা শাখা যুবলীগের সদস্য জাকির হোসেন বেপারী (৩৮), বরগুনা জেলা শাখার সাবেক স্বেচ্ছাসেবক লীগের সদস্য নাজমুল হাসান সোহাগ (৩৮), বরগুনা জেলা শাখা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মিরাজ হোসেন (৪০), যাত্রাবাড়ী থানা শাখা আওয়ামী লীগের কর্মী শফিকুল ইসলাম শফিক (৩৬), সুবাড্ডা ইউনিয়ন শাখা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আরিফ হোসেন (৩০), বরগুনা জেলা শাখা আওয়ামী লীগের কর্মী মহিউদ্দিন (৪৬), বংশাল থানা শাখা ছাত্রলীগের সদস্য মো. ফাইসাল হোসেন (২৯), কদমতলী থানা শাখা আওয়ামী লীগের সদস্য মো. আবু হোসেন (৪৫), ঢাকা জেলা শাখা ছাত্রলীগের সমর্থক আর রহমান (১৮), কেরানীগঞ্জ থানা শাখা ছাত্রলীগের কর্মী জাহিদ হাসান (১৯), পল্টন থানা শাখা আওয়ামী লীগের কর্মী করিম (৪৫), ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১৩ নম্বর ওয়ার্ড শাখা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল লতিফ ঢালী (৫৮), পল্টন থানা শাখা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত পাল (৫৫), সবুজ বাগ শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান (৩০) ও গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলা শাখা যুবলীগ নেতা পিন্টু মিত্র (৪২)।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় গ্রেফতারকৃত সকলের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে। তারা সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা বিনষ্টের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করাসহ রাজধানীর বিভিন্নস্থানে ঝটিকা মিছিল করার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত ছিল। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।