বাসস
  ১৮ মে ২০২৫, ১৮:৫২

নেত্রকোণায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা

ছবি : বাসস

নেত্রকোণা, ১৮ মে ২০২৫ (বাসস) : জেলায় আজ আকস্মিক বন্যার বিশেষ সতর্কবার্তার প্রেক্ষিতে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় নেত্রকোণার জেলা প্রশাসক বনানী বিশ্বাস সভাপতিত্ব করেন। 

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রাফিকুজ্জামানের সঞ্চালনায় এ সভায় জেলার পাহাড়ি দুই উপজেলা (দুর্গাপুর, কলমকান্দা)-সহ সকল উপজেলা নির্বাহী কর্মকর্তাবৃন্দ, জেলা ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তা মুহাম্মদ রুহুল আমিন প্রমুখ অংশগ্রহণ করেন।

সভায় জানানো হয়, জেলায় প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় একহাজার মেট্রিকটন চাল, নগদ সাড়ে ১৬ লাখ টাকা এবং ২ হাজার ১৩০ প্যাকেট শুকনো খাবার প্রস্তুত রয়েছে।

সভায় উপজেলার দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিগুলোকে সক্রিয় হয়ে দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত থাকার নির্দেশনা প্রদান করা হয়। এ সময় দুর্যোগপ্রবণ এলাকাগুলোতে প্রতিটি মসজিদের মাইকের মাধ্যমে সর্তকতামূলক বার্তা দেয়ারও সিদ্ধান্ত গৃহীত হয়।