শিরোনাম
রাজশাহী, ১৮ মে, ২০২৫ (বাসস): জেলায় আসন্ন পবিত্র ঈদ-উল-আযহা ঝামেলাহীন ও সুষ্ঠুভাবে উদযাপন উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার দুপুর সাড়ে ১২টায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রাজশাহী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আফিয়া আখতার।
সভায় ঈদের নামাযের সময় নির্ধারণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও সার্বিক ব্যবস্থাপনা বিষয়ে আলোচনা হয়।
আফিয়া আখতার বলেন, ‘রাজশাহীবাসী যাতে পবিত্র ঈদ-উল-আযহা নির্বিঘ্নে ও সুষ্ঠুভাবে পালন করতে পারে সে জন্যে প্রশাসন পদক্ষেপ নেবে। পশুর হাটগুলোতে যাতে ক্রেতা ও বিক্রেতারা কোনো ধরনের সমস্যায় না পড়ে সে ব্যবস্থাও নেয়া হয়েছে। আশা করি কোনো সমস্যা ছাড়াই সকলে ভালোভাবে ঈদ উদযাপন করতে পারবে।’
প্রস্তুতি সভায় রাজশাহী জেলা ও মেট্রোপলিটন পুলিশ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, আনসার ভিডিপি, র্যাব-৫সহ বিভিন্ন সরকারী দফতরের প্রতিনিধি ও জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।