বাসস
  ১৮ মে ২০২৫, ১১:৪৫

মৌলভীবাজারে দুদকের ১৭৫তম গণশুনানি শুরু

মৌলভীবাজারের জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দুদকের ১৭৫তম গণশুনানি শুরু। ছবি: বাসস

ঢাকা, ১৮ মে, ২০২৫ (বাসস) : মৌলভীবাজারের জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দুদকের ১৭৫তম গণশুনানি শুরু হয়েছে। আজকের গণশুনানিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন দুদকের চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন দুদকের কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহ্সান ফরিদ।

গণশুনানিতে বিভিন্ন সরকারি অফিসে সেবা প্রাপ্তিতে হয়রানির শিকার বা সেবা বঞ্চিত সংক্ষুব্ধ জনসাধারণ তাদের অভিযোগসমূহ মৌলভীবাজার জেলার সকল সরকারি দপ্তর প্রধানদের উপস্থিতিতে কমিশনের সামনে তুলে ধরছেন। একই সাথে সেবা বঞ্চিত জনসাধারণের উত্থাপিত অভিযোগের বিষয়ে দুদক কর্তৃক তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ করছেন। সরকারি পরিষেবা প্রাপ্তি নিশ্চিতকরণ এবং সরকারি কর্মকর্তাদের মাঝে সততা, নিষ্ঠা, জবাবদিহিতা ও মূল্যবোধ বৃদ্ধি করার মাধ্যমে দেশ থেকে দুর্নীতি নির্মূল করাই গণশুনানির মূল লক্ষ্য।