বাসস
  ০৭ মে ২০২৫, ২০:১৪

চাটখিলে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নারী নিহত

ছবি : বাসস

নোয়াখালী, ৭ মে, ২০২৫ (বাসস) : নোয়াখালীর চাটখিলে গভীর রাতে ঘরে ঢুকে তাহেরা বেগম (৬৫) নামে এক নারীকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

উপজেলার খিলপাড়া ইউনিয়নের মুন্সিবাড়িতে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। তিনি মুন্সিবাড়ির মৃত আব্দুল মতিনের স্ত্রী। 

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন বলেন, ধারণা করা হচ্ছে, চুরি করতে আসা দুর্বৃত্তদের দেখে ফেলায় এই নারীকে হত্যা করা হয়েছে। 

তিনি বলেন, তাহেরাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।