শিরোনাম
মুন্সীগঞ্জ, ৭ মে ২০২৫ (বাসস) : জেলায় আজ জুলাই গণঅভ্যুত্থানে আহত ‘সি’ ক্যাটাগরির ১০৩ জন জুলাই যোদ্ধাকে আর্থিক অনুদানের চেক প্রদান করা হয়েছে।
আজ বুধবার বেলা ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত আহতদের প্রত্যেককে একলাখ টাকা করে আর্থিক অনুদানের চেক প্রদান করেন।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আতাউল গনি ওসমানি, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমান, অতিরিক্ক পুলিশ অফিসার (সদর সার্কেল) বিল্লাল হোসেন প্রমুখ-সহ আহত যোদ্ধা ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।