শিরোনাম
লক্ষ্মীপুর, ৩০ এপ্রিল, ২০২৫(বাসস) : জেলায় বর্ষা মৌসুমে জলাবদ্ধতা নিরসনে রহমতখালী খালের স্বাভাবিক পানি প্রবাহের প্রতিবন্ধকতা অপসারণে খাল পরিষ্কার অভিযান শুরু করা হয়েছে। বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে পৌর শহরের মাদাম ব্রিজ এলাকায় খাল থেকে কচুরিপানা অপসারণের মাধ্যমে এ কার্যক্রম উদ্বোধন করা হয়। ১০ দিন ব্যাপী এ কার্যক্রম চলবে।
লক্ষ্মীপুর পৌরসভার প্রশাসক জসিম উদ্দিনের সভাপতিত্বে উদ্বোধনী কার্যক্রমে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার। এসময় বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামশেদ আলম রানা, লক্ষ্মীপুর পৌর নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ ফারাবি প্রমুখ।
এসময় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও পৌর প্রশাসক মো. জসিম উদ্দিন বলেন, পৌর এলাকায় ৮ কিলোমিটার জুড়ে রহমতখালী খাল রয়েছে। এ খালের মাধ্যমে পৌর এলাকার পানি মেঘনা নদীতে নামে। কিন্তু ২ কিলোমিটার খালের অবস্থায় একবারের নাজুক। এ কারনে সামান্য বৃষ্টিতে শহরের জলাবদ্ধতা সৃষ্টি হয়। তাই জলাবদ্ধতা নিরসনে খাল পরিষ্কার কার্যক্রম হাতে নেয়া হয়েছে। এটি পরিষ্কার করা হলেও শহরের জলাবদ্ধতা সৃষ্টি হবেনা বলে আশা করেন তিনি।
জেলা প্রশাসক রাজীব কুমার সরকার বলেন, জেলায় ছোট-বড় অসংখ্যা খাল রয়েছে। এসব খালে অবৈধ স্থাপানা থেকে শুরু করে দখল ও দূষণ হয়ে পড়েছে। তাই আগামী বর্ষাতে যেন মানুষ জলাবদ্ধতার মধ্যে না পড়ে, জেলা প্রশাসনের পক্ষ থেকে নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে। প্রত্যেকটি খাল থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ কার্যক্রম শুরু করা হচ্ছে। পৌরসভার উদ্যোগে ১০দিন ব্যাপী রহমতখালী খাল পরিষ্কার কার্যক্রম শুরু করা হয়েছে। এটি অব্যাহত রাখা হবে।