শিরোনাম
সুনামগঞ্জ, ১১ মার্চ ২০২৫ (বাসস) : জেলার সদর উপজেলায় আজ বিভিন্ন অনিয়মের দায়ে সাতটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ১৪ হাজার তিনশ’ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত ও বাজার মনিটরিং কমিটি।
আজ মঙ্গলবার বিকাল সাড়ে তিনটা থেকে সাড়ে চারটা পর্যন্ত সদর উপজেলার টুকের বাজারে ও পৌর এলাকায় পৃথক অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারি কমিশনার (এনডিসি) সাকিবুর রহমানের নেতৃত্ব বাজার মনিটরিং এ অংশ নেন জেলা ক্যাবের সিনিয়র সহসভাপতি মো. দিলোয়ার হোসেন, সাধারণ সস্পাদক ও বাজার মনিটরিং কমিটির সদস্য মোহাম্মদ শাহজাহান চৌধুরী প্রমুখ।
এসময় সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রিফাতের নেতৃত্বে একদল পুলিশ সদস্য বাজার মনিটরিং কমিটিকে সহযোগিতা করেন।
বাজার মনিটরিং কমিটি সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৩ টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালযের সহকারি কমিশনার সাকিবুর রহমানের নেতৃত্বে বাজার মনিটরিং কমিটি সুনামগঞ্জ শহরের স্টেশন রোড ও জগন্নাথবাড়ি রোডে এ অভিযান চালায়।
অভিযানকালে ফুটপাতে মালামাল রাখার দায়ে স্টেশন রোডের ফল ব্যবসায়ী হোসেনকে ২ হাজার টাকা, নষ্ট ফল রাখার দায়ে ফল ব্যবসায়ী সজিব দাসকে একহাজার টাকা, ফুটপাতে মালামাল রাখার দায়ে জগন্নাথবাড়ি রোডের মুদি দোবানী রনি ষ্টোরকে একহাজার টাকা, সত্যেন্দ্র দেবকে ২ হাজার টাকা, জয় ষ্টোরকে তিনশ’ টাকা, মেয়াদ উত্তীর্ণ মালামাল রাখা ও মালামাল রেখে ফুটপাত দখল করার দায়ে বাবুল এণ্ড সন্সকে তিনহাজার টাকা জরিমানা করা হয়েছে।
অপরদিকে, সদর উপজেলার টুকের বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মেয়াদ উত্তীর্ণ ঔষধ রাখা ও ফ্রিজে নষ্ট ঔষধ রাখার দায়ের জামান মেডিকেল হলকে পাঁচহাজার টাকা জরিমানা করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা অতীশ দর্শী চাকমা।