বাসস
  ১১ মার্চ ২০২৫, ১৫:১৭

নেত্রকোনার দুর্গাপুরে পাহারাদার জয়নাল হত্যা মামলায় ৩ ডাকাত গ্রেফতার

নেত্রকোনা, ১১ মার্চ, ২০২৫ (বাসস) : জেলার  দুর্গাপুরে হাবিবুল্লাহ ফিশারিজ এন্ড ডেইরী ফার্মের পাহারাদার জয়নাল উদ্দিনকে (৬৫) হত্যা ও গরু ডাকাতি মামলায় দুর্গাপুর থানা পুলিশ ৩ ডাকাতকে গ্রেফতার করেছে।

গত ৬ মার্চ তারিখে পাহারাদার জয়নাল উদ্দিনকে হত্যায় তার ছেলে   জালাল উদ্দীন দুর্গাপুর থানায় বাদি হয়ে হত্যা সহ ডাকাতি মামলা করেন। 

৯ মার্চ দুপুরে উপজেলার দুর্গাশ্রমের শাহবদ্দিনের ছেলে দোলন মিয়াকে(২৮) কে তার বাড়ি থেকে গ্রেফতার করে গতকাল আদালতে তোলা হয়।  

দোলনের  তথ্যের ভিত্তিতে  গতকাল সোমবার রাতে অভিযান পরিচালনা করে পুলিশ আরো ২ ডাকাতকে   গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত অপর ২ ডাকাত হলেন উপজেলার শুকনাকুড়ির মৃত মহর আলীর ছেলে আব্দুল মান্নান(৪২), রামবাড়ির আ.কাদেরের ছেলে আ. আউয়াল (৩২)।

আজ দুপুরে সংবাদ সম্মেলনে এ তথ্য  নিশ্চিত করেন জেলা পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ।

তিনি আরো জানান, ঘটনায় জড়িত অন্যান্য ডাকাতদের গ্রেফতার, লুন্ঠিত গরু উদ্ধার এবং ঘটনায় ব্যবহৃত পিকআপ গাড়িটি শনাক্ত করে আটক, পিকআপ চালকের নাম-ঠিকানা সংগ্রহ করে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত আছে।