বাসস
  ১০ মার্চ ২০২৫, ২১:৩২

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ফরাসি রাষ্ট্রদূতের সংবর্ধনা

ঢাকা, ১০ মার্চ, ২০২৫ (বাসস) : বাংলাদেশে নিযুক্ত ফরাসি রাষ্ট্রদূত ম্যারি মাসদুপুই আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে তার বাসভবনে এক বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছেন।

দূতাবাস আজ তাদের ভেরিফাইড ফেসবুক পেজে এক বার্তায় বলেছে, আমরা এমন একটি পরিবেশ তৈরির গুরুত্বে বিশ্বাস করি যেখানে নারীরা তাদের মানবাধিকার ও মৌলিক স্বাধীনতা সম্পূর্ণরূপে উপভোগ করতে পারে এবং বৈষম্য ও সহিংসতামুক্ত জীবনযাপন করতে পারে। 

রবিবার অনুষ্ঠিত এ সম্বর্ধনা একটি শক্তিশালী স্মারক যে, নারীর অধিকার হচ্ছে সর্বজনীন যা জাতিগত, সামাজিক উৎস, ধর্ম, রাজনৈতিক বিশ্বাস ও দার্শনিক মতামতসহ  সকল বাধা অতিক্রম করে যায়।

দূতাবাস জানিয়েছে, তারা সকল ক্ষেত্রে নারীর শক্তি, সহনশীলতা ও অমূল্য অবদানকে স্বীকৃতি দিয়ে লিঙ্গ সমতার পক্ষে সংহতি প্রকাশ করে।