বাসস
  ১০ মার্চ ২০২৫, ১৯:৫৪

রাষ্ট্রপতির শপথ পাঠের বিধান চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট

হাইকোর্ট। ফাইল ছবি

ঢাকা, ১০ মার্চ, ২০২৫ (বাসস) : রাষ্ট্রপতিকে জাতীয় সংসদের স্পিকারের শপথ পাঠ করানোর বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন করা হয়েছে।

বিচার বিভাগের প্রধান হিসেবে প্রধান বিচারপতি যাতে রাষ্ট্রপতিকে শপথ পড়ান; এই রিটে সেই নির্দেশনা চাওয়া হয়েছে।

গীতিকবি ও লেখক শহীদুল্লাহ ফরায়জীর পক্ষে আজ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ওমর ফারুক।

রিটে আইন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব, মন্ত্রিপরিষদ সচিব ও সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে বিবাদী (রেসপনডেন্ট) করা হয়েছে।