শিরোনাম
ফেনী, ১০ মার্চ, ২০২৫ (বাসস): জেলার সদর উপজেলায় আজ কালিদাস পাহালিয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও মাটি কাটার দায়ে চারজনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
আজ সোমবার বিকালে সদর উপজেলার লেমুয়া ইউনিয়নের দক্ষিণ লেমুয়া এলাকার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরীন কান্তা ও সহকারি কমিশনার (ভূমি) সজীব তালুকদার ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে কালিদাস পাহালিয়া নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও মাটি কাটায় মো. খুরশিদ আলম, মনজুর আলম, মোহাম্মদ সেলিম ও নুর হোসেন রুবেলকে আটক করা হয়। এ সময় খুরশিদ ও মনজুরকে তিনমাস করে এবং সেলিম ও রুবেলকে ১৫ দিন করে কারাদণ্ড দেয়া হয়।
দণ্ডপ্রাপ্ত খুরশিদ লেমুয়া এলাকার মো. ফারুক আহাম্মদের ছেলে, মনজুর দক্ষিণ লেমুয়া এলাকার আবু তাহেরের ছেলে, সেলিম হাফেজ উল্যাহর ছেলে ও রুবেল কালিদহ ইউনিয়নের উত্তর গোবিন্দপুর এলাকার নুরুল আলমের ছেলে।
সদর উপজেলা নির্বাহী অফিসার সুলতানা নাসরীন কান্তা জানান, দণ্ডপ্রাপ্ত চারজনকে ফেনী জেলা কারাগারে পাঠানো হয়েছে।
অভিযানকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।