বাসস
  ১০ মার্চ ২০২৫, ১৭:২৫

মেহেরপুরে 'সংবাদ প্রতিবেদন বিষয়ক প্রশিক্ষণ

তিনদিন ব্যাপী 'সংবাদ প্রতিবেদন বিষয়ক প্রশিক্ষণ' । ছবি : বাসস

মেহেরপুর, মার্চ, ২০২৫ (বাসস) : জেলার সাংবাদিকদের জন্য তিনদিন ব্যাপী 'সংবাদ প্রতিবেদন বিষয়ক প্রশিক্ষণ' কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)'র আয়োজনে আজ সোমবার ১০ টার দিকে মেহেরপুর জেলা পরিষদ হলরুমে  কর্মশালার উদ্বোধন করা হয়।

তিন দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন করেন মেহেরপুরের প্রবীণ সাংবাদিক তুহিন আরণ্য।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- প্রেস ইনস্টিটিউট পিআইবির প্রশিক্ষক শাহ আলম সৈকত, পিআইবির সহকারী প্রশিক্ষক জিলহাজ উদ্দীন নিপুন,গাজী টিভির নির্বাহী প্রযোজক মোঃ সাহাব উদ্দিন প্রমুখ।
কর্মশালায় জেলায় কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।