বাসস
  ১০ মার্চ ২০২৫, ১৭:২০

বাগেরহাটে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

সোমবার বেলা ১১টায় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত। ছবি : বাসস

বাগেরহাট, ১০ মার্চ ২০২৫ (বাসস) : জেলায় আজ ‘দুর্যোগ পূর্বাভাস প্রস্তুতি, বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে র‌্যালী, আলোচনা সভা এবং অগ্নি নির্বাপন মহড়া অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার বেলা ১১টায় জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে ফায়ার সার্ভিসের অগ্নিকান্ড বিষয়ক সচেতনতা বৃদ্ধি মহড়া অনুষ্ঠিত হয়।

এর আগে, দিবসটি উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি র‌্যালী বের হয়ে।

পরে, জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আরিফুল ইসলাম, জেলা শিক্ষা কর্মকর্তা এস, এম, ছায়েদুর রহমান, ফায়ার সার্ভিস কর্মকর্তা মো. শাহাবুদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।