শিরোনাম
রংপুর, ১০ মার্চ, ২০২৫ (বাসস) : রংপুরে জুলাই বিপ্লবে আহতদের মাঝে জুলাই শহিদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
আজ সোমবার রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়েজিত এক চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে অনুদানের চেক বিতরণ করেন রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মো: রমিজ আলম।
অনুষ্ঠানে জুলাই বিপ্লবে রংপুর জেলার আট জন আহতের প্রত্যেককে ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জুলাই বিপ্লবে আহত ব্যক্তি ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।