বাসস
  ২৭ এপ্রিল ২০২৪, ১২:১২

জয়পুরহাটের বিভিন্ন স্থানে বৃষ্টির আশায় নামাজ আদায়

জয়পুরহাট, ২৭ এপ্রিল, ২০২৪ (বাসস): তীব্র দাবদাহ থেকে রক্ষা পেতে আল্লাহ্ তায়ালার রহমতের বৃষ্টির আশায় ওলামা পরিষদের উদ্যোগে শনিবার সকাল ১০ টায় জয়পুরহাট কেন্দ্রীয় ঈদগাহসহ জেলার বিভিন্ন স্থানে সালাতুল ইসতিসকার আদায় করেন মুসল্লীরা।
প্রখর রোদ, তীব্র গরম ও তাপপ্রবাহে মানুষের নাজেহাল অবস্থা। প্রচন্ড গরমে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। হাসপাতালে বাড়ছে নানা রোগীর সংখ্যা। অনেকেই দাবদাহ সহ্য করতে না পেরে হিটস্ট্রোকে আক্রান্ত হচ্ছেন । এ ছাড়াও অতিরিক্ত গরম ও রোদের প্রভাবে কৃষকের মাঠের ফসলেরও ব্যাপক ক্ষতি হচ্ছে। তীব্র দাবদাহ থেকে রক্ষা পেতে আল্লাহ্ তায়ালার রহমতের বৃষ্টির আশায় জয়পুরহাট কেন্দ্রীয় ঈদগাহসহ জেলার বিভিন্ন স্থানে সালাতুল ইসতিসকার আদায় করেন মুসল্লীরা। এ ছাড়াও পাঁচবিবিতে ইসতিসকার নামাজ আদায় করেছেন মুসল্লিরা। বেলা ১১ টায় উপজেলার বড়মানিক কেন্দ্রীয় ঈদগাহে পাঁচবিবি উপজেলা ওলামা পরিষদ এ ইসতিসকার নামাজের আয়োজন করেন। রহমতের বৃষ্টির আশায় নামাজ আদায় শেষে মুসল্লিরা প্রখর রোদের মধ্যে দাঁড়িয়ে দু’হাত আকাশের দিকে তুলে আল্লার দরবারে দোয়া ও মোনাজাত করেন। এসময় অনেকেই রহমতের বৃষ্টির আশায় কান্নায় ভেঁঙ্গে পড়েন। দেশ জাতির কল্যাণ কামনা ও বৃষ্টির জন্য ইসতিসকার নামাজের ইমামতি করেন জয়পুরহাট কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম মাওলানা জোবায়ের আহম্মেদ। জেলা, উপজেলা ওলামা পরিষদের সদস্যসহ সাধারণ মুসল্লীরা ইসতিসকার নামাজে অংশ গ্রহণ করেন ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়