শিরোনাম

ফেনী, ২৭ জানুয়ারী, ২০২৬ (বাসস) : নির্বাচন কমিশনার বিগ্রেডিয়ার জেনারেল আবুল ফজল মো: সানাউল্লাহ (অব:) বলেছেন, এবার নির্বাচনে কোন পক্ষপাতিত্ব মেনে নেওয়া হবে না। কেউ পক্ষপাতিত্ব করলে পরিণতি খুবই খারাপ হবে।
আজ মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ত্রয়োদশ জাতীয় সংসদ সাধারণ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষ্যে আইন-শৃঙ্খলা রক্ষাকারী সেল এবং ভিজিল্যান্স ও অবজারভেশন টীমের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
মো: সানাউল্লাহ বলেন, এবারের নির্বাচনে থাকবে স্বচ্ছতা ও নিরপেক্ষতা, সব প্রার্থীর প্রতি সমান দৃষ্টিভঙ্গি থাকবে। ভালো আইনশৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠু, সুন্দর নির্বাচনের পূর্বশর্ত। এবারের নির্বাচনে আমাদের ভাবমূর্তি পুনরুদ্ধারের সুবর্ণ সুযোগ। এবার নির্বাচনে কড়া নজরদারী করা হবে এবং চোখ কান খোলা রাখতে হবে।
তিনি বলেন, নির্বাচনে নির্ভয়ে, নির্বিঘ্নে পছন্দের প্রার্থীকে ভোট দিবেন। মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিজ/ মোবাইল ব্যাংকিং সেবা নিয়ে আমাদের সতর্ক থাকতে হবে। এবার নির্বাচনে যেন এর অপব্যবহার না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে।
এ সময়ে নির্বাচন কমিশনার নির্বাচনের আগে ফেনীতে অবৈধ অস্ত্র উদ্ধার ও চিহ্নিত সন্ত্রাসী গ্রেফতারে অভিযান পরিচালনার নির্দেশ দেন।
জেলা প্রশাসক মনিরা হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় পুলিশ সুপার মো: শফিকুল ইসলাম, বিজিবির (৪) অধিনায়ক লে: কর্নেল মো: মোশারফ হোসেন, সেনাবাহিনী ফেনীর দায়িত্বপ্রাপ্ত লে: কর্নেল মো: আমানুল হক, র্যাব ফেনীর স্কোয়াড্রন লিডার সাইফুল ইসলাম, যুগ্ম জেলা ও দায়রা জজ সাজ্জাতুন নেছা প্রমুখ উপস্থিত ছিলেন