শিরোনাম

সাতক্ষীরা, ২৭ জানুয়ারি, ২০২৬ (বাসস) : বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আগামী ১২ ফেব্রুয়ারি নির্বাচনে ভোট কেন্দ্রে গিয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, ভোট মানে দুটি পথ-হ্যাঁ এবং না। হ্যাঁ ভোট মানে স্বাধীনতা, না মানে পরাধীনতা।
তিনি বলেন, ‘আমরা যুবকদের কোনো বেকার ভাতা দেব না, বেকার ভাতা দেয়া মানে তাদের অপমান করা।
যুবকরা ভাতা চায় না কাজ চায়। আমরা যুবকদের হাতে কাজ তুলে দিতে চাই। আর এ জন্য সকলকে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে।’
আজ মঙ্গলবার দুপুরে সাতক্ষীরা বালক উচ্চ বিদ্যালয় স্কুল মাঠে অনুষ্ঠিত জনসভায় প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, জামায়াত যদি ক্ষমতায় যেতে পারে, তাহলে কেউ জনগণের একটি পয়সাও চুরি করে খেতে পারবেনা। আর যারা জনগণের ২৮ লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে, সেই টাকা ফেরত আনার ব্যবস্থা করা হবে।
তিনি বলেন, ‘জামায়াতে ইসলামী দেশের সবচেয়ে নির্যাতিত রাজনৈতিক দল। আমাদের অসংখ্য নেতা-কর্মীকে হত্যা ও গুম করা হয়েছে, অনেককে ফাঁসি দেওয়া হয়েছে। দলের নিবন্ধন ও প্রতীক বাতিল করা হয়েছে এবং একপর্যায়ে দল নিষিদ্ধ করা হয়েছে। বহু মানুষকে আটক রেখে নির্যাতন করা হয়েছে।’
সমাবেশে সাতক্ষীরা জেলা জামায়াতের আমির শহিদুল ইসলাম মুকুলের সভাপতিত্বে জামায়াতে সেক্রেটারী জেনারেল গোলাম পরোয়ার, সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জতউল্লাহ, সাতক্ষীরা-২ আসনের প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক, সাতক্ষীরা-৩ আসনের প্রার্থী রবিউল বাশার এবং সাতক্ষীরা-৪ আসনের প্রার্থী গাজী নজরুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠান পরিচালনা করেন জেলা জামায়াতের সেক্রেটারি আজিজুর রহমান।