শিরোনাম

খুলনা, ২৭ জানুয়ারি, ২০২৬ (বাসস) :খুলনার ঐতিহাসিক সার্কিট হাউজ মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের নির্বাচনী জনসভা শুরু হয়েছে।
আজ মঙ্গলবার দুপুর ২টায় আনুষ্ঠানিকভাবে পবিত্র কুরআন তেলোয়াতের মাধ্যমে এ জনসভা শুরু হয়। কোরআন তেলোয়াত করেন মাওলানা আবুবকর সিদ্দীক।
ইতিমধ্যেই জামায়াত আমীর ডা. শফিকুর রহমান দুপুর দেড়টার দিকে সাতক্ষীরা থেকে হেলিকপ্টার যোগে খুলনায় এসে পৌঁছেছেন। বেলা সাড়ে ৩টার দিকে তিনি নির্বাচনী জনসভায় প্রধান অতিথির ভাষন দিবেন।
এদিকে, খন্ড খন্ড মিছিল নিয়ে সার্কিট হাউজ মাঠে জনসভা স্থলে আসতে শুরু করেছেন ১১ দলের নেতাকর্মীরা।
জনসভা ঘিরে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। জনসভার মঞ্চসহ পুরো এলাকাকে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ।এছাড়াও নিজস্ব স্বেচ্ছাসেবক দ্বারা নিয়মিত মাঠ পর্যবেক্ষণ করা হচ্ছে।
জনসভায় বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও খুলনা-৫ আসনের সংসদ সদস্য প্রার্থী সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী সদস্য মোবারক হোসাইন এবং কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি খুলনা অঞ্চল পরিচালক সাতক্ষীরা-২ আসনের জামায়াত মনোনীত প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক।
জনসভায় সভাপতিত্ব করছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, মহানগরী আমীর ও খুলনা-৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থী ও নির্বাচনী জনসভা প্রস্তুতি কমিটির আহ্বায়ক অধ্যাপক মাহফুজুর রহমান।
বক্তৃতা করবেন খুলনা-৬ আসনে জামায়াত মনোনীত এবং ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের প্রার্থী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য খুলনা অঞ্চল সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ, খুলনা-৪ আসনে খেলাফত মজলিস মনোনীত এবং ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত ‘দেওয়াল ঘড়ির’ প্রার্থী খেলাফত মজলিসের কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমীর মাওলানা সাখাওয়াত হোসাইন, খুলনা-২ আসনে জামায়াত মনোনীত এবং ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের প্রার্থী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য খুলনা মহানগরী সেক্রেটারি এ্যাড. শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল, খুলনা-১ আসনের জামায়াত মনোনীত এবং ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের প্রার্থী খুলনা জেলা হিন্দু মহাজোটের সভাপতি বাবু কৃষ্ণ নন্দীসহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।