শিরোনাম

লক্ষ্মীপুর, ২১ জানুয়ারি ২০২৬ (বাসস): জেলায় আজ আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চারটি সংসদীয় আসনের ২৯ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।
আজ বুধবার বেলা ১১টায় লক্ষ্মীপুরের রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক এসএম মেহেদী হাসান প্রার্থীদের মধ্যে এসব প্রতীক বরাদ্ধ করেন।
এ সময় জেলার পুলিশ সুপার আবু তারেক, জেলা নির্বাচন কর্মকর্তা মো. আবদুর রশিদসহ প্রার্থী ও তাদের প্রতনিধিরা উপস্থিত ছিলেন।
এদিন লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনে বিএনপি শাহাদাত হোসেন সেলিম, এনসিপি প্রার্থী মাহবুব আলম, ইসলামী আন্দোলনের জাকির হোসেন পাটওয়ারী, লক্ষ্মীপুর-২ (সদরের একাংশ ও রায়পুর) আসনে বিএনপির আবুল খায়ের ভূইয়া, জামায়াতের মাস্টার রুহুল আমিন ভূইয়া, লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, জামায়াতের ড. রেজাউল করিম, ইসলামী আন্দোলনের ইব্রাহিম মিয়া, লক্ষ্মীপুর-৪ (রামগতি- কমলনগর) আসনে বিএনপির আশরাফ উদ্দিন নিজান, জামায়াতের এআর হাফিজ উল্যাহ, ইসলামী আন্দোলনের খালেদ সাইফুল্লাহ, জেএসডির তানিয়া রব এবং স্বতন্ত্র প্রার্থীসহ ২৯জনের মধ্যে প্রতীক বরাদ্ধ দেয়া হয়।
লক্ষ্মীপুরে চারটি সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ১৬ লাখ ৩৭ হাজার ৯শ ৫৬জন। এর মধ্যে পুরুষ ৮লাখ ৪৭ হাজার ২শ ৯১জন ও নারী ভোটা সংখ্যা ৭লাখ ৯০ হাজার ৬শ ৫৪জন। জেলায় মোট ভোট কেন্দ্র সংখ্যা ৪শ ৯৬ এবং ভোট কক্ষের সংখ্যা ৩ হাজার ৩৭ টি।
জেলার রিটানিং অফিসার ও লক্ষ্মীপুরের জেলা প্রশাসক এসএম মেহেদী হাসান জানান, উৎসবমুখর পরিবেশে ২৯ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্ধ দেয়া হয়েছে। অবাধ ও শান্তিপূর্ণ নিবার্চন করতে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।