বাসস
  ২০ জানুয়ারি ২০২৬, ১৯:২২
আপডেট : ২০ জানুয়ারি ২০২৬, ২১:২৯

‘হ্যাঁ’ ভোটের সুফল জনগণের কাছে তুলে ধরার আহ্বান পররাষ্ট্র উপদেষ্টার 

মঙ্গলবার বরগুনায় নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য দেন পররাষ্ট্র উপদেষ্টা। ছবি : বাসস

বরগুনা, ২০ জানুয়ারি, ২০২৬ (বাসস) : গণভোটে ‘হ্যাঁ’ ভোটের সুফল জনগণের কাছে তুলে ধরার আহ্বান জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। 

তিনি বলেন, ‘গণভোট নিয়ে সরকারের বক্তব্য স্পষ্ট। ‘হ্যাঁ’ ভোট দিতে জনগণকে উৎসাহিত করবে সরকার। আগামীর ভোটে কোনো ধরনের কারচুপির সুযোগ দেওয়া হবে না।’

আজ মঙ্গলবার বরগুনা জেলা প্রশাসন কার্যালয়ের সূবর্ণজয়ন্তী মিলনায়তনে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা শেষে এ কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা। 

মো. তৌহিদ হোসেন বলেন, অন্তর্র্বর্তীকালীন  সরকার চায়  একটি সুষ্ঠু নির্বাচন। বাংলাদেশের মানুষ ভোট দিতে পছন্দ করে। সরকার নির্বাচনের বিষয়ে সম্পূর্ণ নিরপেক্ষ। সঠিকভাবে ভোট গণনার মাধ্যমে যিনি বেশি ভোট পাবেন তিনিই নির্বাচিত হবেন। সংসদ নির্বাচনের বিষয়ে সরকারের কোনো পক্ষপাত নেই। 

মিডিয়ার ইতিবাচক ভূমিকার ওপর গুরুত্বারোপ করে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, সঠিক তথ্য জনগণের কাছে পৌঁছে দিতে গণমাধ্যমের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

বরগুনা জেলা প্রশাসক মিজ তাছলিমা আক্তারের সভাপতিত্বে জেলা পুলিশ সুপার মো. কুদরত- ই- খুদা, সিভিল সার্জন আবুল ফাত্তাহ, নৌবাহিনীর জেলা সমন্বয়কারী ক্যাপ্টেন আবু নাঈম মো. আশিকুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।  মতবিনিময় সভায় গণভোটের উপর একটি প্রামান্য চিত্র উপস্থাপন করেন বরগুনা সদর উপজেলা নির্বাহী অফিসার সিফাত বিন সাদেক।