বাসস
  ০২ জুন ২০২৫, ১৮:২৭

মন্ত্রিপরিষদ বিভাগের জন্য ১১৬ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব 

ঢাকা, ২ জুন, ২০২৫ (বাসস) : আগামী অর্থবছরের (২০২৫-২৬) প্রস্তাবিত বাজেটে পরিচালন ও উন্নয়ন ব্যয়সহ মন্ত্রিপরিষদ বিভাগের জন্য বরাদ্দের প্রস্তাব করা হয়েছে  ১১৬ কোটি টাকা। এতে পরিচালন ব্যয় ধরা হয়েছে ৯৬ কোটি টাকা এবং উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ২০ কোটি টাকা। 

আজ সোমবার (২ জুন) বাংলাদেশ টেলিভিশনে ২০২৫-২৬ অর্থবছরের বাজেট বক্তৃতায় অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ এই প্রস্তাব দেন।

এর আগে ২০২৪-২৫ অর্থ বছরে সংশোধিত বাজেটে মন্ত্রিপরিষদ বিভাগের জন্য বরাদ্দ দেওয়া হয়েছিল ১১১ কোটি টাকা।