শিরোনাম

ঢাকা, ২৬ জানুয়ারি, ২০২৬ (বাসস) : সুপ্রীম কোর্ট সচিবালয় (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬ জারি করা হয়েছে।
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের মুদ্রণ ও প্রকাশনা শাখা থেকে আজ এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়। আজ অধ্যাদেশটি জনসাধারণের জ্ঞাতার্থে প্রকাশ করা হয়েছে।
আইন মন্ত্রণালয়ের পাবলিক রিলেশন অফিসার ড. মো. রেজাউল করিম আজ গণমাধ্যমকে এ কথা জানান।
সুপ্রীম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, ২০২৫ সংশোধনকল্পে প্রণীত এ অধ্যাদেশ। এ অধ্যাদেশ সুপ্রীম কোর্ট সচিবালয় (সংশোধন) অধ্যাদেশ, ২০২৬ নামে অভিহিত হবে। এটি অবিলম্বে কার্যকর হবে।
এতে ২০২৫ সালের ৭২ নং অধ্যাদেশের ধারা ১০ এর সংশোধন আনা হয়েছে।