শিরোনাম

সিলেট, ৯ জানুয়ারি, ২০২৬ (বাসস) : সিলেট জেলা কর আইনজীবী সমিতির ২০২৬ সালের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সমর বিজয় সী শেখর সভাপতি ও মোহাম্মদ আজিজুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
সিলেট নগরের মেন্দিবাগস্থ সমিতির কার্যালয়ে বৃহস্পতিবার রাতে নির্বাচনী ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার আয়কর আইনজীবী মোহাম্মদ সদরুল হাসান চৌধুরী।
এর আগে সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত চলে। নির্বাচনে ৩৬৮টি ভোটের মধ্যে ৩২৯ জন ভোট দিয়েছেন। ১৮টি পদে মোট ২৭ জন্য প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন চারজন।
নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সহ-সভাপতি পদে মোহাম্মদ আলী খোকন, যুগ্ম সম্পাদক- ১ পদে মো. খায়রুল আলম, সহকারী সম্পাদক পদে আসমা আরা বেগম, নির্বাচন কমিশনার পদে মো. ফখরুজ্জামান নির্বাচিত হয়েছেন।
এছাড়া যুগ্ম সম্পাদক-২ পদে সায়েম খাঁন, কোষাধ্যক্ষ পদে আ.স.ম মুবিনুল হক শাহীন, সমাজ কল্যাণ সম্পাদক পদে আবজল মিয়া তালুকদার, পাঠাগার সম্পাদক পদে মোসা. ইসরাত জাহান নিপা, কার্যনির্বাহী সদস্য পদে- সিরাজুল হুসেন আহমদ, মো. সুলেমান হোসেন খান, মৃত্যুঞ্জয় ধর ভোলা, কাউছার মাহমুদ চৌধুরী, মো. রফিকুল হক, মো. হাছনু চৌধুরী, মো. সফিকুল ইসলাম ও মো. আবুল ফজল নির্বাচিত হয়েছেন।