শিরোনাম

চট্টগ্রাম, ৭ জানুয়ারি, ২০২৬ (বাসস): কক্সবাজার জেলার কুতুবদিয়ার এরশাদুল হাবীব রুবেল হত্যার দায়ে চারজনকে মৃত্যুদণ্ড ও ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছেন আদালত। বাকি চার আসামির বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হওয়ায় খালাস দেওয়া হয়েছে।
আজ বুধবার চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের সিনিয়র জজ হেমায়েত উদ্দিন এই রায় ঘোষণা করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ও পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আশরাফ হোসেন চৌধুরী রাজ্জাক জানান, আসামি জাহেদুল ইসলাম ওরফে ফরহাদ, পলাতক আব্দুল্লাহ আল মামুন ওরফে সোহেল, আবু এরশাদ ওরফে জুয়েল এবং রুস্তম আলীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে এবং প্রত্যেককে ২০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে।
বাকি চার আসামি—তৌহিদুল ইসলাম ওরফে আরহাদ, হোসাইন মোহাম্মদ ওরফে সাজ্জাদ, মোহাম্মদ সৈয়দ এবং আজহারুল ইসলাম ওরফে ছোটনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। পিপি বলেন, পূর্ণ ন্যায়বিচারের দাবিতে আমরা উচ্চ আদালতে আবেদন করব।
মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিরা হলেন, কক্সবাজার জেলা কুতুবদিয়া থানার জাহেদুল ইসলাম ফরহাদ (২৭) আব্দুল্লাহ আল মামুন সোহেল (৩০) আবু এরশাদ জুয়েল (৩২) ও রুস্তম আলী (২৭)।
মামলার এজাহার সূত্রে জানা যায় ২০০৬ সালের ১৫ অক্টোবর কুতুবদিয়ার বড়ঘোপ এলাকায় সম্পত্তিগত বিরোধে গুলি করে ও কুপিয়ে হত্যা করা হয় এরশাদুল হাবীব রুবেলকে।
ঘটনার দুই দিন পর, ১৭ অক্টোবর রুবেলের মা মমতাজ সুফিয়া আক্তার শেফালী ১৮ জনকে আসামি করে হত্যা মামলা রুজু করেন। ২০০৮ সালে কুতুবদিয়া থানা পুলিশ আটজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করে। আদালত শুনানি শেষে আটজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। ২০১০ সালে বিচারিক কার্যক্রম শুরু হয়। এরপর দীর্ঘ ১৯ বছর পর মামলার রায় ঘোষণা করল আদালত।