শিরোনাম

মুন্সীগঞ্জ, ৫ নভেম্বর, ২০২৫ (বাসস) : মুন্সীগঞ্জে ব্যাটারিচালিত অটোরিকশাচালক মজিবর মাঝি (৪৪) হত্যা মামলার পাঁচ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন, মুন্সীগঞ্জ সদর উপজেলার শাখারী বাজারের রিপন শেখের ছেলে ইকবাল হোসেন জয় (৩১), একই এলাকার সিরাজ মোল্লার ছেলে সোহাগ মোল্লা (৪৩), রামশিং এলাকার আওলাদ হোসেনের ছেলে আলী হোসেন (৪০), মালির পাথর এলাকার মানিক সরদারের ছেলে হারুন অর রশিদ (৫১) ও সাতক্ষীরার টংগিবাড়ী উপজেলার মনির হোসেনের ছেলে মো. ইমরান (৩০)।
নিহত অটোচালক মজিবর রহমানের বাড়ি বরিশালের হিজলা গ্রামে। ঢাকায় লালবাগ থানায় তার পরিবার বসবাস করে। তিনি একাই মুন্সীগঞ্জের বনিক্যপাড়ায় বাদরের গ্যারেজে থেকে অটো চালাতেন।
আজ বুধবার সদর থানা পুলিশ সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে পুলিশ জেলার বিভিন্ন এলাকা থেকে সোহাগ মোল্লা, ইকবাল হোসেন ও ইমরানকে গ্রেপ্তার করে। পরে তাদের স্বীকারোক্তি মোতাবেক মজিবরের ব্যবহৃত মোবাইল ও অটোরিকশা ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত থাকার দায়ে হারুন অর রশিদ এবং আলী হোসেনকে গ্রেপ্তার করা হয়।
এর আগে, গত ৩১ অক্টোবর বিকেল সাড়ে ৪ টার দিকে গ্যারেজ থেকে যাত্রী নিয়ে পদ্মা সেতু এলাকা মাওয়ায় যাওয়ার উদ্দেশ্যে বের হন মজিবর। তিন দিন নিখোঁজের পর ৩ নভেম্বর সদর উপজেলার রতনপুর এলাকায় ডোবা থেকে মজিবরের মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় মজিবরের ছেলে মো. রাসের বাদী হয়ে থানায় মামলা করেন।
মুন্সীগঞ্জ সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) সজিব দে জানান, আসামিদের জেল হাজতে পাঠানো হয়েছে।