বাসস
  ০৪ নভেম্বর ২০২৫, ১৬:৪৯

চট্টগ্রামে হত্যা মামলার আসামি গ্রেফতার

চট্টগ্রাম, ৪ নভেম্বর, ২০২৫ (বাসস) : নগরের পাঁচলাইশ থানার হামজারবাগ এলাকায় মো. হাসিব নামে এক যুবককে হত্যার ১০ ঘণ্টার মধ্যে প্রধান আসামি জাহেদুল ইসলামকে (৩১) গ্রেফতার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার দিবাগত রাতে মৌলভী পুকুর পাড় এলাকা থেকে অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।

নিহত হাসিব (২৫) পাঁচলাইশ থানার আতুরার ডিপু জাঙ্গালপাড়া মাস্টার বাড়ি এলাকার বাসিন্দা। নগরের ২ নম্বর গেট এলাকায় একটি রেস্টুরেন্টে চাকরি করতেন তিনি।

এ বিষয়ে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, প্রবাসী জাহিদের স্ত্রীর সঙ্গে একই এলাকার হাসিবের পরিচয় হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কয়েক মাস আগে ওই নারী প্রবাসী স্বামীকে তালাকের নোটিশ পাঠান। তালাকের খবর পেয়ে জাহিদ গত সপ্তাহে দেশে ফিরে স্ত্রীকে ফেরানোর চেষ্টা করে ব্যর্থ হন।

তিনি আরো বলেন, সোমবার দুপুরে কৌশলে হাসিবকে চা খাওয়ার কথা বলে সঙ্গীত আবাসিক এলাকায় ডেকে নেন জাহিদ। সেখানে কথা কাটাকাটির একপর্যায়ে জাহিদ ধারালো অস্ত্র দিয়ে হাসিবকে হত্যা করেন। ঘটনার ১০ ঘণ্টার মধ্যে সোমবার দিবাগত রাতে নগরের মৌলভী পুকুর পাড় এলাকা থেকে জাহিদকে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় নিহতের বড় ভাই ইমরান পাঁচলাইশ থানায় হত্যা মামলা দায়ের করেছেন।