বাসস
  ১৫ অক্টোবর ২০২৫, ১৫:৫২
আপডেট : ১৫ অক্টোবর ২০২৫, ১৬:৪৩

নাশকতার মামলায় সাবেক এমপি কবিরুলের জামিন নামঞ্জুর 

ছবি : বাসস

নড়াইল, ১৫ অক্টোবর, ২০২৫ (বাসস) : নড়াইলের কালিয়া ও নড়াগাতী থানায় নাশকতার চার মামলায় আওয়ামী লীগ নেতা কবিরুল হক মুক্তির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে।  

আজ বুধবার সকাল ১০টার দিকে কালিয়া থানার দুটি নাশকতা মামলায় নড়াইল-১ আসনের সাবেক এ সংসদ সদস্যকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হয়। আদালতের বিচারক রত্না সাহা তার জামিন নামঞ্জুর করেন। 

এরপর মুক্তিকে নড়াগাতী থানায় দায়েরকৃত আরও দুটি নাশকতা মামলায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ২য় আদালতে নেওয়া হয়। এই আদালতেও জামিন না মঞ্জুর করে মুক্তিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক মারুফ হাসান। 

আজ সকাল ৯টার পর কড়া পুলিশি নিরাপত্তার মধ্যদিয়ে মুক্তিকে নড়াইলের আদালতে আনা হয়। জেলা দায়রা জজ আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) এসএম আব্দুল হক এসব তথ্য নিশ্চিত করেছেন।

সূত্রে জানা যায়, গত ২৪ সেপ্টেম্বর রাত সোয়া ৯ টার দিকে ঢাকার গুলশানের নিকেতন এলাকা থেকে কবিরুল হক মুক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। রাজধানীর গুলশান থানায় করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তারের পর ২৫ সেপ্টেম্বর মুক্তির ছয়দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের বিচারক।

ইতোমধ্যে সাবেক এমপি মুক্তি ও তার স্ত্রী চন্দনা হকের বিরুদ্ধে দুর্নীতির মামলা করেছে দুর্নীতি দমন কমিশনও (দুদক)।