শিরোনাম
কিশোরগঞ্জ, ১৫ অক্টোবর, ২০২৫ (বাসস) : কিশোরগঞ্জের তাড়াইলে ব্যবসায়ী আনোয়ার ফকির হত্যা মামলায় আসামি ইসলাম উদ্দিন মেম্বারকে (৫৮) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
আজ বুধবার দুপুরে সিনিয়র জেলা ও দায়রা জজ মুহাম্মদ নূরুল আমিন বিপ্লব এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। যাবজ্জীবনপ্রাপ্ত ইসলাম উদ্দিন মেম্বার উপজেলার তেউরিয়া গ্রামের মৃত আবুল হাসেমের ছেলে।
নিহত আনোয়ার ফকির উপজেলার উত্তর ধলা গ্রামের বাসিন্দা, মৃত ফজলুর রহমান ফকিরের ছেলে।
মামলার নথি থেকে জানা যায়, আনোয়ার ফকিরের মামাতো ভাই আপেল মাহমুদকে নৌবাহিনীতে চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে ইসলাম উদ্দিন মেম্বার ২০১৮ সালে পাঁচ লাখ টাকা নেন। পরে চাকরি না হওয়ায় তিনি আংশিক অর্থ—দুই লাখ পঞ্চাশ হাজার টাকা ফেরত দেন। ওই বছরের ১৫ ফেব্রুয়ারি বিকেলে তেউরিয়া বাজার মোড়ে আনোয়ার ফকির বাকি টাকা চাইলে ইসলাম উদ্দিন মেম্বার তাকে বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যান। স্থানীয়রা দ্রুত তাকে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পরদিন নিহতের ছোট ভাই আখলাকুল ফকির বাদী হয়ে তাড়াইল থানায় ইসলাম উদ্দিনকে একমাত্র আসামি করে হত্যা মামলা করেন। তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক আবুল কালাম আজাদ একই বছরের ৫ ডিসেম্বর আদালতে চার্জশিট দাখিল করেন।
কিশোরগঞ্জ জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট জালাল উদ্দিন বলেন, দীর্ঘ প্রতীক্ষার পর এই রায়ে আমরা ন্যায়বিচার পেয়েছি। প্রতারণা ও হত্যা করে কেউ পার পাবে না।