বাসস
  ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০০:২৬

দীর্ঘ ৩৫ বছর প্রভাবশালীর দখলে থাকা জমি বুঝিয়ে দিলো আদালত

ফরিদপুর, ২৫ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : জেলার চরভদ্রাসন উপজেলার বিএসডাঙ্গী গ্রামে দীর্ঘ ৩৫ বছর ধরে এলাকার প্রভাবশালী ব্যক্তির দখলে থাকা এক একর সাত শতাংশ জমি প্রকৃত মালিককে বুঝিয়ে দিলো আদালত। ৩৫ বছর আগে প্রভাব খাটিয়ে জমিটি দখলে নিয়েছিলেন স্থানীয় প্রভাবশালী বাদল আমিন নামে এক ব্যক্তি। 

এঘটনায় ২০০৪ সালে আব্দুল মালেক মোল্লার ছেলে মেহেদী হাসান ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষে আদালতে মামলা দায়ের করেন। 

দীর্ঘ ২২ বছর মামলা চালানোর পর আদালতের নির্দেশে আজ বৃহস্পতিবার বিকালে চরভদ্রাসন উপজেলার সহকারী কমিশনার (ভুমি) জায়েদ হোসাইন নিয়মানুযায়ী জমি পরিমাপ করে ক্ষতিগ্রস্ত পরিবারকে বুঝিয়ে দেন।

সহকারী কমিশনার (ভুমি) জায়েদ হোসাইন জানান, ২০০৪ সালের দেওয়ানী মামলায় আদালতের রায়ে ডিক্রীপ্রাপ্ত ব্যাক্তি আদালতের নির্দেশনা মোতাবেক জমি বুঝিয়ে দেয়া হয়।

এদিকে দীর্ঘ সময় পর জমি বুঝে পেয়ে আদালতের প্রতি সন্তুষ্টি প্রকাশ করেন ডিক্রীপ্রাপ্তরা। তারা বলেন, এ রায়ের মাধ্যমে ন্যায় বিচার নিশ্চিত হয়েছে।