শিরোনাম
চট্টগ্রাম, ২৫ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এ বর্তমানে ২ হাজার ৮২৯টি মামলা বিচারাধীন রয়েছে। প্রতিদিন ধারাবাহিকভাবে কার্যক্রম চালিয়ে আদালত মামলাগুলো দ্রুত নিষ্পত্তির চেষ্টা করছে।
ট্রাইব্যুনাল সূত্র জানায়, সেপ্টেম্বর মাসে ৩৪টি নারী ও শিশু নির্যাতন মামলা ও ৭টি শিশু মামলা দায়ের হয়েছে। একই সময়ে ৪৯টি নারী ও শিশু নির্যাতন এবং ৪টি শিশু মামলা নিষ্পত্তি হয়েছে। এসব মামলায় চলতি মাসে মোট ২১ জন আসামি খালাস পেয়েছে।
চট্টগ্রামে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলার জট কমাতে বর্তমানে সাতটি পৃথক ট্রাইব্যুনালে বিচারকাজ চলছে। ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জানা যায়, এ বছর সাক্ষ্যগ্রহণ ও পুলিশের প্রতিবেদন দাখিলসহ বিভিন্ন অগ্রগতিমূলক কার্যক্রমের ফলে অনেক মামলা দ্রুত নিষ্পত্তি হচ্ছে। এতে বিচারপ্রার্থী ও আসামি পক্ষ সন্তোষ প্রকাশ করেন।
পাবলিক প্রসিকিউটর (পিপি) আলমগীর মোহাম্মদ ইউনুচ বলেন, ‘নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এ সব ধরনের মামলার দ্রুত নিষ্পত্তির জন্য আমাদের আন্তরিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। গত আগস্ট মাসে মোট ৫৩টি মামলা নিষ্পত্তি করা হয়েছে। মামলার জট কমাতে যেসব মামলায় দৃশ্যমান অগ্রগতি হয়েছে, সেসবের সাক্ষ্যগ্রহণসহ অন্যান্য আইনগত কাজ চলমান রয়েছে।’
তিনি আরও বলেন, ‘এসব মামলা অত্যন্ত স্পর্শকাতর। তাই পুলিশের প্রতিবেদন ও সাক্ষ্যগ্রহণের ক্ষেত্রে সবসময় বিশেষ সতর্কতা নেওয়া হয়। অনেক সময় দেখা যায়, ঘটনার সঙ্গে জড়িত না থাকা সত্ত্বেও কাউকে আসামি করা হয়। আদালত এসব ক্ষেত্রে খালাস দিচ্ছে। ভুক্তভোগীদের প্রতি আহ্বান— কাউকে হয়রানির জন্য নয় বরং সরাসরি বা পরোক্ষভাবে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধেই মামলা করা উচিত।’
আইনজীবী ও সংশ্লিষ্টদের মতে, বিচারিক কার্যক্রমের এই ধারাবাহিকতা অব্যাহত থাকলে মামলার জট উল্লেখযোগ্যভাবে কমবে এবং ভুক্তভোগীরা ন্যায়বিচার পেতে আরও আশাবাদী হবেন।