বাসস
  ২৪ সেপ্টেম্বর ২০২৫, ১৮:০৫

গফরগাঁও পৌরসভার সাবেক মেয়র কায়সারসহ দুইজন চারদিনের রিমান্ডে

ঢাকা, ২৪ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : রাজধানীর গুলশান থানায় সন্ত্রাস বিরোধী আইনে করা মামলায় আজ দুইজনের চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন ঢাকার একটি আদালত।

রিামান্ডে নেয়া আসামিরা হলেন- কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ময়মনসিংহ জেলার উপদেষ্টা ও গফরগাঁও পৌরসভার সাবেক মেয়র কায়সার আহাম্মদ (৬০) ও রাজধানীর ক্যান্টনমেন্ট থানার শ্রমিকলীগের সভাপতি খায়রুল খান জুয়েলের (৪৬)।

আজ তাদের কারাগার থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে সাতদিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা তাদের চারদিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, গত ২২ এপ্রিল রাজধানীর গুলশানে অজ্ঞাতনামা ৩০-৩৫ জন ব্যক্তি সরকার ও রাষ্ট্রের জননিরাপত্তা বিঘ্ন ও ক্ষতিসাধনের ষড়যন্ত্র এবং ধ্বাংসাত্মক কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে সমবেত হয়। এসময় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ব্যানারে ছাত্রলীগের সঙ্গে আওয়ামী লীগের অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সেখানে যোগ দিয়ে দেশ বিরোধী নানা স্লোগান দিতে থাকে।

ঘটনার দিনই রাজধানীর গুলশান থানায় সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা করেন পুলিশ।