বাসস
  ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৪০

জুলাই বিদ্রোহ সম্পর্কিত ফৌজদারি মামলার অন্তর্বর্তীকালীন তদন্ত প্রতিবেদন জমা দিতে কমিটি গঠন 

ঢাকা, ১৫ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : ফৌজদারি মামলায় মিথ্যাভাবে জড়িত ব্যক্তিদের অব্যাহতি দেওয়ার লক্ষ্যে অন্তর্বর্তীকালীন তদন্ত প্রতিবেদন দাখিলের কার্যক্রম তদারকির জন্য সরকার মন্ত্রণালয়, জেলা এবং মহানগর পর্যায়ে তিনটি পৃথক কমিটি গঠন করেছে।

আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টাকে আহ্বায়ক করা হয়েছে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন শাখা-১ এর উপ-সচিব/সিনিয়র সহকারী সচিব/সহকারী সচিব ছয় সদস্যের মন্ত্রণালয় পর্যায়ের কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

জেলা পর্যায়ে জেলা ম্যাজিস্ট্রেট (ডেপুটি কমিশনার) এবং মহানগর পর্যায়ে মেট্রোপলিটন পুলিশ কমিশনারের নেতৃত্বে চার সদস্যের দু’টি কমিটিও গঠন করা হয়।

সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন-১ শাখার সহকারী সচিব স্বাক্ষরিত এক পরিপত্রে এসব তথ্য জানানো হয়। এতে আরো উল্লেখ করা হয় এ পরিপত্র জারির পর জননিরাপত্তা বিভাগের ২০২৪ সালের ৮ ডিসেম্বর এবং চলতি বছরের ১৩ মে তারিখের এ সম্পর্কিত পরিপত্র বাতিল বলে গণ্য হবে।  

জেলা পর্যায়ের কমিটির বাকি তিন সদস্য হলেন- পুলিশ সুপার, পাবলিক প্রসিকিউটর এবং ক্রাইম ও অপারেশনসের অতিরিক্ত পুলিশ সুপার (সদস্য সচিব)।

মেট্রোপলিটন পর্যায়ের কমিটির তিন সদস্য হলেন- ডিভিশনাল কমিশনারের প্রতিনিধি, মেট্রোপলিটন পাবলিক প্রসিকিউটর এবং মেট্রোপলিটন পুলিশের পুলিশ সুপার পদমর্যাদার একজন কর্মকর্তা (সদস্য সচিব)।

সরকার অপরাধমূলক বিচার ব্যবস্থাকে জনগণবান্ধব ও ঝামেলামুক্ত করার জন্য দণ্ডবিধি (সিআরপিসি)-এর ধারা ১৭৩এ সংযোজন করেছে, যাতে অস্থায়ী তদন্ত প্রতিবেদন জমা দেওয়া যায় এবং এই ব্যবস্থাকে কার্যকর করার জন্য কমিটি গঠন করা হয়েছে।

কমিটিগুলোর দায়িত্ব হল- ২০২৪ সালের জুলাই-অগাস্ট মাসের গণ-অভ্যুত্থানের সঙ্গে সংশ্লিষ্ট জেলা ও মেট্রোপলিটন এলাকায় দায়েরকৃত মামলাগুলো সংগ্রহ করা এবং মামলাগুলোর একটি তালিকা প্রস্তুত করা।

কমিটি সেই মামলাগুলোরও তথ্য সংগ্রহ করবে, যেগুলোর ওপর ধারা ১৭৩এ সংযোজনের পরে অস্থায়ী তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, এবং তাদের একটি তালিকা প্রস্তুত করবে।

কমিটি নিশ্চিত করবে যে তদন্ত কর্মকর্তা মামলাগুলোর প্রাসঙ্গিক বিষয়গুলো যথাযথভাবে বিবেচনায় নিয়েছেন কিনা।

কমিটি সেইসব মামলার পরিসংখ্যানও সংগ্রহ করবে, যেগুলোর ওপর অস্থায়ী তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে এবং সেই প্রতিবেদন ভিত্তিক কতজনকে খালাস দেওয়া হয়েছে।

কমিটিগুলো এই সংক্রান্ত প্রতিবেদন মাসে দু’বার জমা দেবে।