বাসস
  ৩১ জানুয়ারি ২০২৬, ১৪:৪৪

টেকসই বেড়িবাঁধ ও পায়রা ব্রিজ নির্মাণের প্রতিশ্রুতি : বরগুনা-১-এর ইসলামী আন্দোলনের প্রার্থী অলিউল্লাহর

বরগুনা ১ আসনের ইসলামী আন্দোলনের প্রার্থী পীর মওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ। ছবি: বাসস

বরগুনা, ৩১ জানুয়ারি ২০২৬ (বাসস) : বরগুনা ১ আসনের ইসলামী আন্দোলনের প্রার্থী পীর মওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ টেকসই বেড়িবাঁধ ও বরগুনা-আমতলীর পায়রা ব্রিজ নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছেন। 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাসসকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে তিনি এই প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

ইসলামী আন্দোলনের জেলা কমিটির প্রধান উপদেষ্টা এবং কেন্দ্রীয় শুরা সদস্য পীর মাওলানা মাহমুদুল হোসাইন অলিউল্লাহ। তিনি দীর্ঘদিন ধরে ইসলামী ছাত্র আন্দোলনের সাথে জড়িত। তিনি ইসলামী আন্দোলনের জেলা কমিটির আহবায়ক ও পরে সদস্য সচিব হিসেবে কাজ করেছেন। পরবর্তীতে সভাপতি ও সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। ১৯১৮ সালে তিনি জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেন।

তার সাক্ষাৎকার গ্রহণ করেছেন বাসসের বরগুনা জেলা সংবাদদাতা মো. হাফিজুর রহমান।
 
বাসস: এলাকার ভোটারদের জন্য আপনার নির্বাচনী প্রতিশ্রুতি কী?

অলিউল্লাহ: বরগুনার জনগণের নিরাপত্তা দেয়া, রাস্তাঘাটের উন্নয়ন, টেকসই বেড়িবাধ, নদী ভাঙ্গন রোধ এবং বরগুনা ও আমতলী পায়রা নদীর উপর ব্রিজ নির্মাণসহ কৃষকদের সুদবিহীন ঋণ দেয়ার ব্যবস্থা করব। মাদক ও কিশোর গ্যাং থেকে সমাজকে মুক্ত করাসহ শিক্ষা ও চিকিৎসা ব্যবস্থার উন্নতি করার ইচ্ছে আছে।

বাসস: নির্বাচনী আচরণবিধি পালনে নেতাকর্মীদের প্রতি আপনার নির্দেশনা কী?

অলিউল্লাহ: নির্বাচন আচরণবিধি সরকারের একটি আইন ও নিয়ম নীতি। এরইমধ্যে নির্বাচনী আচরণবিধি পালনে নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছি। আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হোক এটাই আমার চাওয়া। সরকারও চায় সুষ্ঠু নির্বাচন করতে। আমরা নির্বাচনী আইনকে স্বাগত জানাই, আমাদের নেতাকর্মীরা নির্বাচনী আইন পুঙ্খানুপুঙ্খভাবে পালন করছে।

বাসস: জুলাই সনদ বিষয়ক গণভোট নিয়ে আপনার অবস্থান কী?

অলিউল্লাহ: ১৭ বছর আমরা ভোট দিতে পারি নাই। ২৪ শের জুলাইয়ে হাজারো লোক পঙ্গুত্ব বরণ করেছেন। গণঅভ্যুত্থানের পক্ষেই ‘হ্যাঁ’ ভোট দেয়া দরকার বলে আমি মনে করি।

বাসস: আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আপনার প্রত্যাশা কী?

অলিউল্লাহ: আমি আশা করি নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড ঠিক থাকুক। ভোটাররা যাকে খুশি তাকে ভোট দিক। এই নির্বাচনে যাতে ভোটাররা উৎসবমুখর পরিবেশে ভোট দিতে পারে সেটাই আমার প্রত্যাশা।

বরগুনা-১ আসন (সদর-আমতলী-তালতলী) এ আসনে জাতীয় সংসদ নির্বাচনে (২০২৬) প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মোল্লা (ধানের শীষ), খেলাফত মজলিসের মোহাম্মদ জাহাঙ্গীর হোসাইন (দেয়াল ঘড়ি), জাতীয় পার্টি (জে পি) জামাল হোসাইন (বাই সাইকেল)।

বরগুনা-১ আসন (বরগুনা সদর-আমতলী-তালতলী) উপজেলা নিয়ে গঠিত। এ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ১৬ হাজার ৯৮৬ জন। পুরুষ ভোটার ২ লাখ ৫৬ হাজার ৮৯২ জন। নারী ভোটার -২ লাখ ৬০ হাজার ৮৩ জন ও তৃতীয় লিঙ্গ ভোটার ১১ জন।