বাসস
  ৩১ জানুয়ারি ২০২৬, ১৪:৪০

কর্মসংস্থান ও পর্যটন খাতের উন্নয়নের প্রতিশ্রুতি : বরগুনা-১ আসনের বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মোল্লার

বরগুনা-১ আসনের বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মোল্লা। ছবি: বাসস

বরগুনা, ৩১ জানুয়ারি ২০২৬ (বাসস): বরগুনা-১ আসনের বিএনপি প্রার্থী নজরুল ইসলাম মোল্লা জেলার পর্যটন খাতের উন্নয়ন ও নারী-পুরুষের কর্মসংস্থানের প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হলে বরগুনার শিক্ষা, স্বাস্থ্যব্যবস্থা এবং পর্যটন খাতের উন্নয়ন ও নারী পুরুষের কর্মসংস্থানের ব্যবস্থাসহ বিভিন্ন বিষয়ের সমস্যা সমাধানের চেষ্টা করব। 

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাসসকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে তিনি এই প্রতিশ্রুতি ব্যক্ত করেন। 

বরগুনা-১ আসন (বরগুনা সদর-আমতলী-তালতলী) উপজেলা নিয়ে গঠিত। বরগুনা-১ আসনটি ২ টি পৌরসভা ও ২৪ টি ইউনিয়ন নিয়ে গঠিত। এ আসনে বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির আহবায়ক মো. নজরুল ইসলাম মোল্লা। তিনি ১৯৯১ সাল থেকে ২০০২ সাল পর্যন্ত জেলা যুবদলের সভাপতির দায়িত্ব পালন করেন। ২০১৮ থেকে-২০২২ পর্যন্ত বরগুনা জেলা বিএনপির সভাপতির দায়িত্বে ছিলেন।

তার সাক্ষাৎকার নিয়েছেন বাসসের জেলা সংবাদদাতা মো. হাফিজুর রহমান।

বাসস: আপনার এলাকার ভোটারদের জন্য আপনার নির্বাচনী প্রতিশ্রুতি কী?

নজরুল ইসলাম মোল্লা: এখানকার যোগাযোগ ব্যবস্থা খুব খারাপ, নামে মাত্র মহাসড়ক থাকলেও আমরা যেভাবে চেয়েছিলাম তা দিয়ে বরগুনার মানুষের প্রত্যাশা পূরণ হয়নি, মহসড়কে রয়েছে ৪২ টি বাঁক। এখানকার অভ্যন্তরীণ রাস্তাঘাটের অবস্থা খুবই নাজুক। উন্নয়নের দিক থেকে বরগুনা অনেক পিছনে রয়েছে যা একটার্মে উন্নয়ন করা সম্ভব নয়। বিশেষ করে বরগুনায় পর্যটন খাতে দারুণ সম্ভাবনা রয়েছে, এ খাতে কাজ করা গেলে অনেক নারী পুরুষের কর্ম সংস্থান হবে। বিগত সরকার এখাতে তেমন কোন কাজ করেনি। বিএনপি যদি রাষ্ট্র ক্ষমতায় আসে তাহলে বরগুনার উন্নয়নের দিকে সবার আগে নজর দেয়া হবে। 

বাসস: নির্বাচনী আচরণবিধি পালনে নেতা-কর্মীদের প্রতি আপনার নির্দেশনা কী?

নজরুল ইসলাম মোল্লা: আমরা এ নির্বাচনকে একটি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। কোনভাবেই যেন প্রতিপক্ষ নির্বাচনকে বিতর্কিত করতে না পারে। এই নির্বাচন ফ্রি এন্ড ফেয়ার করতে প্রশাসনকে আমরা দলের পক্ষ থেকে সহযোগিতা করবো। তবে ছোট দলগুলো প্রোপাগান্ডা চালাচ্ছে নির্বাচনকে বিতর্কিত করতে। নির্বাচন নিয়ে তাদের দুরভিসন্ধি রয়েছে।

বাসস: জুলাই সনদ বিষয়ক গণভোট নিয়ে আপনার অবস্থান কী?

নজরুল ইসলাম মোল্লা: জুলাই সনদে প্রথমে বিএনপি স্বাক্ষর করেছে। জুলাই সনদ আমাদের প্রাণের দাবি।

বাসস: আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আপনার প্রত্যাশা কী?

নজরুল ইসলাম মোল্লা: আমার প্রত্যাশা এবার একটি ভালো নির্বাচন হবে। নির্বাচন প্রশ্নবিদ্ব হয় এ ধরনের কোন আচরণ আমার দলের নেতাকর্মীরা করবেনা। আশা করি বরগুনাবাসী ভালোভাবে নির্বাচন গ্রহণ করবেন।

বরগুনা-১ আসন (সদর-আমতলী-তালতলী) এ আসনে জাতীয় সংসদ নির্বাচনে (২০২৬) প্রতিদ্বন্দ্বিতা করছেন বিএনপির মনোনীত প্রার্থী নজরুল ইসলাম মোল্লা (ধানের শীষ), খেলাফত মজলিসের মোহাম্মদ জাহাঙ্গীর হোসাইন (দেয়াল ঘড়ি), জাতীয় পার্টি (জে পি) জামাল হোসাইন (বাই সাইকেল)।

বরগুনা -১ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ১৬ হাজার ৯৮৬ জন। পুরুষ ভোটার ২ লাখ ৫৬ হাজার ৮৯২ জন। নারী ভোটার -২ লাখ ৬০ হাজার ৮৩ জন, তৃতীয় লিঙ্গ ভোটার ১১ জন।