বাসস
  ৩১ জানুয়ারি ২০২৬, ১৪:২৮

ভোলা-বরিশাল সংযোগ সড়কের উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যের প্রতিশ্রুতি দিয়েছেন : বরিশাল ৫ এর বিএনপি প্রার্থী সরোয়ার 

বরিশাল ৫ (সদর) আসনের বিএনপি প্রার্থী এ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার।  ছবি: বাসস

বরিশাল, ৩১ জানুয়ারি ২০২৬ (বাসস) : বরিশাল ৫ (সদর) আসনের বিএনপি প্রার্থী এ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার ভোলা বরিশাল সংযোগ সড়কসহ গ্রাম ও শহরের উন্নয়নের প্রতিশ্রুতি দিয়েছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাসসকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে তিনি এই প্রতিশ্রুতির কথা জানান।

সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়পারপার্সনের উপদেষ্টা এ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার বরিশালের ৫ সংসদীয় আসনে পঞ্চম বারের মতো বিএনপি থেকে মনোনয়ন পেয়েছেন। তিনি টানা ৩০ বছর বরিশাল বিএনপির রাজত্বে ছিলেন। দীর্ঘ সময়ে মজিবর রহমান সরোয়ার বরিশাল জেলা বিএনপির সভাপতি, মহানগর সভাপতি, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, যুগ্ম মহাসচিব ছাড়াও উপ-নির্বাচনসহ ৪ বার সংসদ সদস্য হয়ে বরিশাল বিভাগের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, হুইপ এবং সিটি মেয়র পদেও নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেন।

এ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার সংসদ নির্বাচন নিয়ে বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন। তার সাক্ষাৎকার নিয়েছেন বাসসের জেলা সংবাদদাতা মোফাজ্জেল হোসাইন।

বাসস: আপনার এলাকার ভোটারদের জন্য আপনার প্রতিশ্রুতি কী ?

সরোয়ার: বরিশালের উন্নয়নে বিএনপির ভুমিকা সব থেকে বেশি। আমি এখানে একাধিকবার এমপি ও মেয়র নির্বাচিত হয়েছি। বেগম খালেদা জিয়া বরিশালের উন্নয়ন করেছেন। তিনি বরিশাল বিভাগ প্রতিষ্ঠা করেছেন। বরিশাল বিশ্ববিদ্যালয়, বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজ, টিচার ট্রেনিং কলেজ, বরিশাল মডেল কলেজ, দপদপিয়া সেতু, বরিশালের রাস্তাঘাট, ব্রিজ কালভার্টসহ বিভিন্ন উন্নয়ন হয়েছে বিএনপির সময়কলে। এখন বরিশালের মানুষ ভোলা বরিশাল সংযোগ সড়ক, যারা গ্রামে থাকেন তারা যেন গ্রামে থেকেও শহরের সকল সুবিধা ভোগ করার চেস্টা করব। বরিশালের উন্নয়নে পূর্বেও বিএনপি কাজ করেছে, নির্বাচিত হলেও আগামীতেও বিএনপি বরিশালের উন্নয়নে সব কাজ করবে।

বাসস: নির্বাচনী আচরণবিধি পালনে নেতাকর্মীদের প্রতি আপনার নির্দেশনা কী ?

সরোয়ার: নির্বাচনের আচরণবিধি অবশ্যই মেনে চলতে হবে। আচরণবিধি অতন্ত্য কঠিন ব্যাপার। এটা অনেকে জানেন না, তাই আরো প্রচার প্রচারণা হওয়া দরকার, যাতে নেতাকর্মীরা আরো জানতে পারেন। 

তিনি বলেন, আমি আমার দলের নেতাকর্মীদের এ বিষয়ে ইতমধ্যে নির্দেশনা দিয়েছি। তারা সকলে যেন নির্বাচন কমিশন থেকে দেয়া আচারণবিধি মেনে চলে, সে বিষয়ে কঠোরভাবে বলে দেয়া হয়েছে। আমি মনে করি আমার দলের নেতাকর্মীরা নির্বাচনে আচারণবিধি মেনে চলবে।

বাসস: গণভোট নিয়ে আপনার অবস্থান কী ?

সরোয়ার: গণভোট হওয়া দরকার। তবে বেশি বেশি প্রচার প্রচারণা করে জনণনকে আরো বেশি সচেতন করতে হবে। আমরা হ্যাঁ ভোটের পক্ষে মানুষকে জানাচ্ছি। দলের অনান্য নেতাকর্মী যারা ভোটারদের কাছে যাচ্ছেন তাদের মাধ্যমেও গণভোটের বিষয়ে উৎসাহিত করা হচ্ছে।

বাসস: আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আপনার প্রত্যাশা কী?

সরোয়ার: জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আমার প্রত্যাশা অনেক বেশি। কারণ দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট হবে এবং পার্লামেন্টে জবাবদিহিতা হবে। পার্লামেন্ট ভালো চললে বাংলাদেশের অনান্য গণতান্ত্রিক প্রতিষ্ঠান ভালো চলবে। এতে দেশ ভালো চলবে, ন্যায় বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠা এবং শান্তি ও নিরপেক্ষতা প্রতিষ্ঠিত হবে। মানুষ তার ভোটের অধিকার ফিরে পাবে। দীর্ঘ ১৬ বছর মানুষ যে জিন্মি দশার মধ্যে ছিল, তা থেকে বেরিয়ে আসতে পারবে। দেশে শান্তি শৃংখলা বজায় থাকবে। বাংলাদেশের মানুষ শান্তি চায়। আমি মনে করি নির্বাচন অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ হবে। এতে দেশে গণতন্ত্র ফিরে আসবে।

বরিশাল সদর ৫ আসনটি বরিশাল সিটি কপোরেশন ও ১০টি ইউনিয়ন নিয়ে গঠিত। এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল সদর ও সিটি কপোরেশনের এই আসনটিতে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৯৩ হাজার ৯৫০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৪৬ হাজার ৯৪৩ জন ও নারী ভোটার ২ লাখ ৪৭ হাজার জন। আসনটিতে তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ৭ জন।

দক্ষিণাঞ্চলের মধ্যে বরিশাল সদর ৫ আসনটি বেশ গুরুত্ব বহন করে। এ আসনটিতে এবারে বিএনপি, জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় পার্টি ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের প্রার্থী অংশ নিচ্ছেন। তবে বিএনপির ঘাটি হিসেবে পরিচিত আসনটিতে এবারে ইসলামী জোটের সাথে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে।