শিরোনাম

বরিশাল, ৩১ জানুয়ারি ২০২৬ (বাসস) : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল ৫ (সদর) আসনে বাসদের প্রার্থী ডা. মনিষা চক্রবর্ত্তী নারীবান্ধব কর্মসংস্থান ও বরিশালকে পর্যটনের নগরী করার প্রতিশ্রুতি দিয়েছেন। বাসসের সাথে এক একান্ত সাক্ষাৎকারে তিনি এ প্রতিশ্রুতির ব্যক্ত করেন।
বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) এর বরিশাল জেলার বর্তমান সমন্বয়ক ডা. মনিষা চক্রবর্ত্তী। মনিষা ৩৪ তম বিসিএস ক্যাডরে উত্তীর্ণ হয়েও সরকারি চাকুরিতে যোগ না দিয়ে রাজনীতিতে সক্রিয় হন। তিনি ২০১৮ সালের নির্বাচনে বরিশাল সিটি কপোরেশনের মেয়র হিসেবে এক মাত্র নারী প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন। তিনি করোনা মহামারীর সময় বিনামূল্যে চিকিৎসাসেবা দিয়ে গরীবের ডাক্তার উপাধি পান। দেশের সকল আন্দোলন সংগ্রামসহ জুলাই গণঅভ্যুত্থানে বরিশালে প্রথম কারফিউ ভঙ্গ করে মিছিল বের করা মনিষা বরিশালের হাল ধরতে ভোটারদের দ্বারে দ্বারে ঘুরছেন। দিচ্ছেন নানা প্রতিশ্রুতি।
তার সাক্ষাৎকার নিয়েছেন বাসসের বরিশাল সংবাদদাতা মোফাজ্জেল হোসাইন।
বাসস: আপনার এলাকার ভোটারদের জন্য আপনার প্রতিশ্রুতি কী ?
ডা. মনিষা চক্রবর্ত্তী: আমরা দীর্ঘদিন থেকে রাজপথে জনগণের অধিকার আদায়ের জন্য আন্দোলন করে এসেছি। আমরা নারীবান্ধব কর্মসংস্থানের জন্য বরিশালকে পর্যটন নগর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এগিয়ে যেতে চাই।
যেহেতু সংসদীয় সদস্যপদটা একটা নীতি নির্ধারণী জায়গা, তাই আমরা আমাদের নীতি নির্ধারণের সেই জায়গাটিতে জনবান্ধব নীতি তৈরি করতে চাই। পাশাপাশি আমরা শিক্ষা ও স্বাস্থ্যে বাজেট বৃদ্ধি করতে চাই। বরিশাল জলবায়ু বিপর্যস্তের এলাকা, এখানে নদী ভাঙনের ব্যাপক সমস্যা। সর্বোপরি আমরা বরিশালের দীর্ঘদিনের উন্নয়ন বঞ্চিত, তা আমরা বরিশালকে সম্ভাবনার জায়গায় নিয়ে যেতে চাই। বরিশালের কৃষি ও মানব সম্পদ দিয়ে ব্যাপক উন্নয়নে কাজ করবো।
বাসস: নির্বাচনী আচারণবিধি পালনে নেতাকর্মীদের প্রতি আপনার নির্দেশনা কী ?
ডা. মনিষা চক্রবর্ত্তী: আমি আমার নেতাকর্মীদের নির্বাচনী আচরণবিধি যথাযথ পালনের নির্দেশনা দিয়েছি। আমাদের দলের নেতাকর্মীরা আচরণবিধি মানার ব্যাপারে শ্রদ্ধাশীল।
বাসস: গণভোট নিয়ে আপনার অবস্থান কী ?
ডা. মনিষা চক্রবর্ত্তী: জুলাই সনদে যে মুহূর্তে মুক্তিযুদ্ধের মূলনীতি পরিবর্তনের বিষয়টি এসেছে সেই সময় আমরা ওয়াক আউট করে চলে এসেছি। আমরা জুলাই সনদে স্বাক্ষর করিনি। কিন্তু যারা জুলাই সনদে স্বাক্ষর করেছেন, সেই দলগুলো শেষ পর্যন্ত চারটি যেই প্রশ্নের গণভোট হচ্ছে তার সাথে একমত নন।
তিনি আরো বলেন, এর আগে আমরা তিনটা গণভোট হতে দেখেছি গণভোটের কোন সাংবিধানিক বাধ্যবাধকতা নাই। যারা ম্যন্ডেট পাবে তারাই দেশকে কিভাবে পরিচালনা করবে সেটাই দেখার বিষয়। এখানে আলাদা করে গণভোটের কোন তাৎপর্য আছে বলে আমরা মনে করি না।
বাসস: আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আপনার প্রত্যাশা কী?
ডা. মনিষা চক্রবর্ত্তী: ২০০৮ সালের পর যে তিনটি নির্বাচন হয়েছে আমরা মনে করি তিনটি নির্বাচনই প্রশ্নবিদ্ধ নির্বাচন ছিল। আমরা দেখেছি একক প্রার্থী নির্বাচিত হয়েছেন। ২০১৮ সালের নৈশ্য ভোটের নির্বাচন হয়েছে। ২০২৪ সালে আমি আর ডামীর নির্বাচন হয়েছে। দীর্ঘদিন মানুষের ভোট দিতে না পারা, সেই জায়গা থেকে একটা গণতান্ত্রিক যাত্রার জন্য আমরা মনে করি নির্বাচন একটা পদক্ষেপ, কিন্তু এটাই একমাত্র পদক্ষেপ নয়।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের (২০২৬) মধ্য দিয়ে যদি সংসদ আবার কোটিপতির ক্লাবে পরিণত হয়, এই নির্বাচনের মধ্য দিয়ে যদি ঋণ খেলাপি, দুর্নীতি টাকা পাচারে পরিণত হয় তাহলে এত আত্মত্যাগ এর মূল্য থাকবে না। আমরা মনে করি ২৪ এর শহীদদের রক্তের বিনিময়ে, মুক্তিযুদ্ধের চেতনার জন্য আমরা দীর্ঘদিন যে লড়াই করছি, তা বাস্তবায়নের একটা লড়াই হিসেবে আমরা নির্বাচনকে দেখছি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশালের সংসদীয় ৬টি আসনের মধ্যে বরিশাল ৫ আসন অতন্ত্য গুরুত্বপূর্ণ বলে বিচেতিচ। দক্ষিণাঞ্চলের ৬টি জেলার মধ্যে বরিশালকে জেলার রাজধানী হিসেবে বিবেচনা করা হয়। এ আসনের ৬ জন প্রার্থীর মধ্যে একজন নারী প্রার্থী ডা. মনিষা চক্রবর্ত্তী।
বরিশাল সদর ও সিটি কপোরেশনের এই আসনটিতে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৯৩ হাজার ৯৫০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৪৬ হাজার ৯৪৩ জন ও নারী ভোটার ২ লাখ ৪৭ হাজার জন। আসনটিতে তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ৭ জন।