বাসস
  ৩১ জানুয়ারি ২০২৬, ২০:৫৪

ইন্দোনেশিয়ায় ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৫৩

ছবি : সংগৃহীত

ঢাকা, ৩১ জানুয়ারি, ২০২৬ (বাসস) : ইন্দোনেশিয়ার প্রধান দ্বীপ জাভায় এক সপ্তাহ আগে সংঘটিত ভূমিধসে মৃতের সংখ্যা শনিবার বেড়ে ৫৩ জনে দাঁড়িয়েছে বলে উদ্ধার কর্মকর্তারা জানিয়েছেন। এখনও ১০ জন নিখোঁজ রয়েছেন।

প্রবল বর্ষণের ফলে রাজধানী জাকার্তার দক্ষিণ-পূর্বাঞ্চলের পাশিরলাঙ্গু গ্রামে ভূমিধসের ঘটনা ঘটে। এতে ৫০টিরও বেশি বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয় এবং প্রায় ৬৫০ জন মানুষ বাস্তুচ্যুত হন। হাজারো উদ্ধারকর্মী সেনাবাহিনী, পুলিশ ও স্বেচ্ছাসেবকদের সহায়তায় কাদার নিচে চাপা পড়া মানুষদের খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছেন।

স্থানীয় অনুসন্ধান ও উদ্ধার সংস্থার প্রধান দিয়ান পারমানা জানান, শনিবার পর্যন্ত ৫৩ জনের মরদেহ উদ্ধার ও শনাক্ত করা হয়েছে। এর আগে নিহতের সংখ্যা ছিল ৪৪ জন।

তিনি বলেন, অন্তত ১০ জন এখনো নিখোঁজ রয়েছেন। তবে, আবহাওয়া পরিষ্কার হওয়ায় উদ্ধার কার্যক্রমে সহায়তা মিলছে।

ইন্দোনেশিয়ার নৌবাহিনী জানিয়েছে, প্রশিক্ষণরত ২৩ জন সদস্যও ভূমিধসে আটকা পড়েছেন।

পশ্চিম বান্দুং অঞ্চলে অনুসন্ধান ও উদ্ধার অভিযান আগামী শুক্রবার পর্যন্ত বাড়ানো হয়েছে।
 
সরকার জানিয়েছে, গত বছরের শেষ দিকে সুমাত্রা দ্বীপে বনভূমি ধ্বংসের কারণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে প্রায় ১ হাজার ২০০ জন নিহত এবং ২ লাখ ৪০ হাজারেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছিলেন।